শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষিতার যাবতীয় আইনী সহায়তা দেবে বাংলাদেশ আইন সমিতি

ইসমাইল ইমু : রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যলয়ের ২য় বর্ষের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আইন সমিতি। সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক কেশব রায় চৌধুরী এ নিন্দা জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে নেতৃদ্বয় ধর্ষককে খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা ধর্ষিতার যাবতীয় আইনী সহায়তা দেবারও ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যেতে রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠেন। বাস থেকে কুর্মিটোলা এলাকায় নামার পর অজ্ঞাতপরিচয় একজন তাঁর মুখ চেপে ধরে। পরে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে চেতনা ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। বান্ধবীকে ঘটনা জানান। এরপর সহপাঠীরা তাঁকে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাঁকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলের আবাসিক শিক্ষার্থী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়