শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ দিন আমাকে দিন, আমি বছরের প্রতিটা দিন আপনাদের দেব, বললেন ফজলে নূর তাপস

আবুল বাশার নূরু: রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নির্বাচনী পরিচালনা কমিটির সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন। এর আগে তিনি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আরেক সভায় বক্তব্য রাখেন। আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তাপস।

তাপস বলেন, সৎ, দক্ষ এবং অভিজ্ঞ মেয়র যদি চান তাহলে আগামী ৩০ জানুয়ারি নৌকায় ভোট দিন। আমি মেয়র নির্বাচিত হলে শেখ হাসিনার উন্নত রাজধানী এবং উন্নত ঢাকা গড়তে চাই। আমি মনে-প্রাণে বিশ্বাস করি যে, ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে হলে দেশের রাজধানী ঢাকাকেই উন্নত এবং যোগ্য করে গড়ে তুলতে হবে। আজ থেকেই আমাদের কাজ শুরু করতে হবে। কারণ অনেক সময় চলে গেছে। ঢাকাকে উন্নত করার জন্যই আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন রাজধানীর স্বপ্ন আমরা পূরণ করতে পারবো। আমাদের ঢাকা দুটো নদীর অববাহিকায়, কিন্তু সেগুলো অবহেলায় অযত্নে পড়ে আছে। আমাদের ঐতিহ্য ঢাকাকে আমরা পুনরুদ্ধার করবো। ঢাকাকে আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরবো।

তাপস বলেন, প্রত্যেকটা ওয়ার্র্ডে আমাদের ছেলেমেয়েদের জন্য খেলাধুলার ব্যবস্থা থাকবে। ছেলেমেয়েরা যাতে মাদকাসক্ত না হয়, সেজন্য পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়