শিউলী আক্তার : লা লিগায় গেটাফেকে ০-৩ গোলে হারিয়ে নতুন বছরের যাত্রা শুরু করলো রিয়াল মাদ্রিদ। রাফায়েল ভারানের জোড়া গোলে এই জয় পায় জিনেদিন জিদানের দল।
ম্যাচের শুরু থেকে বল দখলে রিয়াল এগিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য ছিলো গেটাফের। ২৪তম মিনিটে ম্যাচের প্রথম সুযোগে এগিয়েও যেতে পারতো স্বাগতিকরা। তবে লেয়ান্দ্রো কাবরেরার জোরালো ভলি ঝাঁপিয়ে রুখে দেন কোর্তোয়া।
পরে ৩৪তম মিনিটে গোল পেয়ে যায় রিয়াল। রাফায়েল ভারান জালে বল বেড়ান।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে আরেকটি সেটপিসে ব্যবধান দ্বিগুণ করেন ভারানে। ডান দিক থেকে টনি ক্রুসের দারুণ ক্রসে লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার।
যোগ করা সময়ে স্কোরলাইন ৩-০ করেন মদ্রিচ। পাল্টা আক্রমণে মিডফিল্ডার ভালভেরদের নিঃস্বার্থ পাস ডি-বক্সে পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি ক্রোয়াট মিডফিল্ডার, তবে বল তার পায়ে লেগে ঠিকানা খুঁজে নেয়।
১৯ ম্যাচে ১১ জয় ও সাত ড্রয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৪০। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোচনাও সমান পয়েন্ট আছে শীর্ষে স্থানে। যদিও এদিন বার্সা ইস্পানিওলের ২-২ গোলে ড্র না করলে রিয়ালের থেকে পয়েন্টে এগিয়ে গিয়ে শীর্ষস্থান মজবুত করে নিতো।