দেবদুলাল মুন্না : চলতি বছর বিশ্বের সামনে কি অপেক্ষা করছে, সম্ভাব্য সংঘাত কোথায় হতে পারে এ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ফরেন পলিসি রিসার্চ । বিশ্বের বিদ্যমান ও আশু পরাশক্তিগুলো বরাবরই পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত। গত দুই বছরে আফগানিস্তানে তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) হামলার সংখ্যা বেড়েছে।
এর মধ্যেই দেশটিতে আশরাফ ঘানি জিতেছেন। নির্বাচনের ফল জানুয়ারির শেষ দিকে পাওয়া যাবে। এই নির্বাচন নিয়ে এরই মধ্যে কারচুপির অভিযোগ উঠেছে, যা আসছে বছরে দেশটিতে স্থিতিশীলতার ইঙ্গিত দেয় না। ইয়েমেনে চলছে গুহযুদ্ধ। এ বছর সেখানে শান্তি স্থাপনের সুযোগ রয়েছে। হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের আলোচনা আশার আলো দেখাচ্ছে। ইথিওপিয়ায় মে মাসেই অনুষ্ঠিত হবে নির্বাচন। জাতিগত দাঙ্গা হতে পারে। আফ্রিকার বুরকিনা ফাসো এখন উত্তপ্ত। দেশটিতে জঙ্গিবাদী গোষ্ঠী তৎপর। লিবিয়ায় যুদ্ধ পরিস্থিতি ঠিক হবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক এখনও খারাপ।
এদিকে ২০১৯ সালের শুরুতে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ হয় কাশ্মীর ইস্যু নিয়ে।এখন নাগরিকত্ব সংশোধনী আইন পাস পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের মানুষকে শঙ্কিত করে তুলেছে। ভেনেজুয়েলার অর্থনৈতিক অবস্থা ভাল না। দেশটির নিকোলা মাদুরো সরকারের বিরুদ্ধে ক্ষোভ তীব্র হচ্ছে। গতবছর ইউক্রেনের ক্ষমতায় বসেন জেলেনস্কি। তিনি মার্কিন পুতুল। বছরের শেষ মাসে ভ্ল্যাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যকার আলোচনা ফলপ্রসূ হয়নি ।