রাকিব উদ্দীন : বর্তমান ফুটবল বিশ্বে রাজত্ব করা তারকাদের মধ্যে অন্যতম জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। খেলার মাঠে পায়ের যাদু দিয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। এবার তিনি ভিন্ন তথ্য দিয়ে চমকে দিলেন সমর্থকদের। জানালেন খেলোয়াড়ি জীবন শেষে অভিনয় জগতেও প্রবেশ করবেন।
দুবাই স্পোর্টস কনফারেন্সে অভিনয় করবেন কিনা জবাবে রোনালদো বলেন, ‘এই ব্যাপারটি আমাকে মুগ্ধ করে, আমি সিনেমায় অভিনয়ের চেষ্টা করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি যখন ফুটবল ছেড়ে দেব, তখন আবার পড়াশোনা শুরু করতে চাই। আমি পড়াশোনার দিকে অনেক বেশি মনোনিবেশ করতে চাই, আরও শিখতে চাই। কারণ দুর্ভাগ্যক্রমে আমি যে পড়াশোনা করেছি তা আমার মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে না।’
নিজের ফুটবল পারফরম্যান্স সম্পর্কে রোনালদো যোগ করেন, ‘আমার জীবনে কখনো খারাপ মৌসুম যায়নি। আমি সবসময় চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। আমি সবসময় জয়ের ইচ্ছে নিয়েই খেলি। যখন আমার শরীর মাঠে আর সায় দেবে না, তখনই আমি খেলা ছেড়ে দেব।’