শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৩:৪৯ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করছে প্রধানমন্ত্রী, বললেন ভূমিমন্ত্রী

রাজু চৌধুরী, চট্টগ্রাম: শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেছে চট্টগ্রামবাসী।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ২৮ মিনিটে প্রথমে শহীদ মিনারে ফুল দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন স্বনির্ভর দেশ সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর ফুল দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান,
ডিআইজি চট্টগ্রাম খন্দকার গোলাম ফারুক, পুলিশ কমিশনার মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, পুলিশ সুপার নুরে আলম মিনা, নগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাফফর আহমদ প্রমুখ।

এর আগে সশস্ত্র অভিবাদন জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল। সর্বস্তরের মানুষের লাল সবুজের পতাকায় নানা স্লোগানে প্রকম্পিত হয় শহীদ মিনার এলাকা। মেয়র আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি স্মরণীয় করে রাখতে চট্টগ্রামে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেয়া হয়েছে। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়েছেন। এ স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। ৩০ লাখ বাঙালি প্রাণ দিয়েছেন। ২ লাখ মা বোন সম্ভ্রম হারিয়েছেন। আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।

সঞ্চালনায় ছিলেন নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

নগর পুলিশের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোয়াডস, সিটি এসবি, ডিবি, ইউনিফর্ম পুলিশ মিলে ২৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর বাইরে বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়