শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম, ভ‌রি এক লাখ ১৯ হাজার ৫শ টাকা ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৭ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবিতে বিজয়ের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনে নিষেধাজ্ঞা!

বাংলা ট্রিবিউন : রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন প্রথম প্রহরে নয়, শুরু হবে ভোরে। এজন্য কাউকে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন করতে দেওয়া হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। তবে এর আগে প্রতিবছর ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করা হতো বলে জানা গেছে।

অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকালে শ্রদ্ধা নিবেদন করবেন। যেহেতু রাষ্ট্রের প্রথম ব্যক্তি হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি, ওনি সকালে ফুল দেবেন। তারপর থেকে সকলে দেবেন।’ এ ব্যাপারে ওপর থেকে নির্দেশনা রয়েছে বলে তিনি জানান। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন নিষেধাজ্ঞায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি সুজন আলী বলেন, ‘গত বছরও আমরা দেখেছি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভোরে শ্রদ্ধা নিবেদন করেছেন। কিন্তু আমরা ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছি। এ বছর শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা কার্যালয়ে অবস্থান করছিলাম। রাত সাড়ে ১০টার দিকে এক শিক্ষার্থীর মাধ্যমে জানতে পারি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজয় দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করতে নিষেধ করেছে। পরে বিশ্ববিদ্যলয় প্রক্টরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান রাতে শ্রদ্ধা নিবেদন করা যাবে না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সিনিয়র শিক্ষক, নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরনের কোনও সরকারি নির্দেশনা থাকলে আমরা তা গণমাধ্যমে পেতাম। আমি মনে করি, সরকারি নির্দেশনা থাকলে সেটি গণমাধ্যমে আসবে। তা না এলে অন্য কেউ যদি এ ধরনের নির্দেশনা দেন তবে তা সরকারকে অবমাননা করা হবে।’

রুয়েটে শ্রদ্ধা নিবেদন
এদিকে বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি রফিকুল ইসলাম সেখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন না করার জন্য সরকারের পক্ষ থেকে কোনও ধরনের নির্দেশনা ছিল কিনা জানতে চাইলে রুয়েটের জনসংযোগ কর্মকর্তা এএফএম মাহমুদুর রহমান দীপন বলেন, ‘আমরা এ ধরনের কোনও নির্দেশনা পাইনি। নির্দেশনা দেওয়া হলে অবশ্যই উপাচার্য ও রেজিস্ট্রার তা জানতেন। কিন্তু তারা নিজেরাই প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়