শিরোনাম
◈ উৎপাদন বন্ধ ঘোড়াশাল-পলাশ সার কারখানায়, গঠন তদন্ত কমিটি ◈ ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে গুলিবর্ষণ, নিহত ১ আহত ২ ◈ নারী বিশ্বকাপে চ‌্যম্পিয়ন দল পা‌বে  ৪৯ কো‌টি টাকা, বাংলা‌দেশ পাবে ৬ কো‌টি ৩৯ লাখ ৬০ হাজার টাকা ◈ কেন উইলিয়ামসন আর আন্তর্জাতিক টি-টো‌য়েন্টি খেল‌বেন না ◈ পাকিস্তানের আকাশে এক রহস্যময় দৃশ্য! গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা নাকি প্রাকৃতিক ঘটনা? (ভিডিও) ◈ পরিবেশ ও নদী রক্ষা করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ বাংলাদেশে চীনের সহায়তায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বিমানবাহিনী, ডিসেম্বরেই শেষ হবে নির্মাণকাজ ◈ ১৯ বছর পর ময়নুলকে দেশে ফিরিয়ে আনলো সেনাবাহিনী ◈ দেশেই ড্রোন ও অস্ত্র উৎপাদন: প্রতিষ্ঠা হচ্ছে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন ◈ মিশরে বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর চালু, কী আছে সেখানে

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:৩৪ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফসল উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখছে কৃষিভিত্তিক অ্যাপস

মৌরী সিদ্দিকা : কৃষি বাতায়ন, ফসলী, রাইস নলেজ ব্যাংক, কৃষি প্রযুক্তি ভাণ্ডার ও কৃষকের জানালা নামে সরকারি ও বেসরকারি অ্যাপসগুলোর মাধ্যমে দেশের ৪০ লাখের বেশি কৃষক সরাসরি সেবা নিচ্ছেন। এ ছাড়াও পরোক্ষভাবে যুক্ত আছেন বেশ কয়েক লক্ষ।

এই অ্যাপগুলো থেকে সময় মতো সঠিক পরামর্শ পাচ্ছে কৃষকরা। সেইসঙ্গে বাড়ছে ফসলের উৎপাদন। ফসলের উৎপাদন কখন কী পর্যায়ে রয়েছে, কী ধরনের পরিচর্যা জরুরি, সে নির্দেশনাও চলে যাচ্ছে কৃষকের সেলফোনে। প্রতিকূল পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে, সেটিও জেনে নিতে পারছেন তারা। সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়ায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ থেকে ফসলের ক্ষতি হওয়ার ঝুঁকি কমছে। এতে ফসলের উৎপাদনশীলতা ১৫ শতাংশ পর্যন্ত বাড়ছে। অ্যাপস পরিচালনাকারী সংস্থাগুলোর জরিপেই এসব তথ্য উঠে এসেছে।

এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান বলেন, আগাম সতর্কতা এবং ব্যবস্থা গ্রহণের পরামর্শ কৃষকের জন্য খুবই প্রয়োজন। কী ধরনের সার ও উপকরণ দিতে হবে, সে বিষয়ে কার্যকর তথ্য সঠিক সময়ে দেয়া দরকার। সঠিক রোগ জানা থাকলে সহজেই কার্যকর ওষুধ দেয়া সম্ভব। এতে কৃষকের খরচ কমে। মোবাইল অ্যাপসের মাধ্যমে দেশের কৃষকরা সহজেই সবধরনের সেবা পাচ্ছেন। সামনের দিনগুলোয় অ্যাপভিত্তিক আরও বেশি সেবা দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। কারণ কৃষি সেবার এসব অ্যাপস কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়