শিরোনাম
◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫১ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্র-কানাডা-যুক্তরাজ্যের সতর্কতা

মহসীন কবির :  ভারতে ‘বিতর্কিত’ নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাসের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের মানুষ। এ অবস্থায় ভারত ভ্রমণে নিজেদের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য। শনিবার (১৪ ডিসেম্বর) এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এনডিটিভি

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চলমান অবস্থায় শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারত ভ্রমণে নিজেদের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের সতর্কতায় বলা হয়েছে, ‘নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতের বেশকিছু অঞ্চলে বিক্ষোভ চলছে। উত্তরপূর্ব ভারত, বিশেষ করে আসাম ও ত্রিপুরায় সহিংসতার খবরও পাওয়া যাচ্ছে। এছাড়া গুয়াহাটিতে কারফিউ জারিসহ আসামের ১০ জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে বেশকিছু এলাকায় যানবাহনে হামলার ঘটনাও ঘটছে।

সতর্কতায় নাগরিকদের বলা হয়, যদি ওই অঞ্চলে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে তাদের উচিত হবে ভারতীয় গণমাধ্যম থেকে সেখানকার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করা। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ যেসব নির্দেশনা দেয়, সেগুলো মানা এবং প্রয়োজনে ভ্রমণের জন্য অন্য সময় ঠিক করা। একই সতর্কতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং কানাডাও। তবে যুক্তরাষ্ট্র তাদের সতর্কতায় আসাম ভ্রমণে ‘সাময়িক নিষেধাজ্ঞা’ জারি করেছে।

এদিকে ভারতে চলমান সহিংস পরিস্থিতির জেরে দেশটির সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তার শিলং ও অরুণাচল প্রদেশের সফর বাতিল করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়