শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিভারপুলের সঙ্গে মেয়াদ বাড়লো ক্লপের, থাকবেন ২০২৪ পর্যন্ত

শিউলী আক্তার : জয়রথ থামছে না লিভারপুলের। টানা ৩৩ ম্যাচে অপরাজিত। দলকে এমন ফর্মে রাখার পুরস্কার পেলেন কোচ ইয়ুর্গেন ক্লপ। লিভারপুলে কোচ হিসেবে দায়িত্ব পালনের মেয়াদটা আরও দীর্ঘ করতে যাচ্ছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেছেন এই জার্মান কোচ। চুক্তি অনুযায়ী ক্লাবটিতে থাকবেন ২০২৪ সাল পর্যন্ত।

২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের কোচ হয়ে আসেন ক্লপ। পরের বছরের জুলাইয়ে ছয় বছরের নতুন চুক্তি করেন। এর মেয়াদ শেষ না হতেই ক্লাবটির সঙ্গে ফের চুক্তির মেয়াদ বাড়ালেন তিনি।

ক্লপের অধীনে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতে লিভারপুল। আর পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থেকে শেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ। চলতি মৌসুমেও সাফল্যের পথ ধরে হাঁটছে ক্লাবটি।

আট পয়েন্টের ব্যবধানে ইংলিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। বড় অঘটনে না পড়লে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো ইংলিশ ফুটবলের সর্বোচ্চ লিগের শিরোপা ঘরে তুলবে তারা। এছাড়া দাপটের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্বও নিশ্চিত করেছে লিভারপুল।

নতুন চুক্তি করা নিয়ে লিভারপুলের ওয়েবসাইটকে ক্লপ বলেন, ‘ক্লাবটি এতোটাই ভালো অবস্থায় আছে যে, আমি ছেড়ে যাওয়ার চিন্তা করতে পারলাম না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়