শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিভারপুলের সঙ্গে মেয়াদ বাড়লো ক্লপের, থাকবেন ২০২৪ পর্যন্ত

শিউলী আক্তার : জয়রথ থামছে না লিভারপুলের। টানা ৩৩ ম্যাচে অপরাজিত। দলকে এমন ফর্মে রাখার পুরস্কার পেলেন কোচ ইয়ুর্গেন ক্লপ। লিভারপুলে কোচ হিসেবে দায়িত্ব পালনের মেয়াদটা আরও দীর্ঘ করতে যাচ্ছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেছেন এই জার্মান কোচ। চুক্তি অনুযায়ী ক্লাবটিতে থাকবেন ২০২৪ সাল পর্যন্ত।

২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের কোচ হয়ে আসেন ক্লপ। পরের বছরের জুলাইয়ে ছয় বছরের নতুন চুক্তি করেন। এর মেয়াদ শেষ না হতেই ক্লাবটির সঙ্গে ফের চুক্তির মেয়াদ বাড়ালেন তিনি।

ক্লপের অধীনে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতে লিভারপুল। আর পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থেকে শেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ। চলতি মৌসুমেও সাফল্যের পথ ধরে হাঁটছে ক্লাবটি।

আট পয়েন্টের ব্যবধানে ইংলিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। বড় অঘটনে না পড়লে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো ইংলিশ ফুটবলের সর্বোচ্চ লিগের শিরোপা ঘরে তুলবে তারা। এছাড়া দাপটের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্বও নিশ্চিত করেছে লিভারপুল।

নতুন চুক্তি করা নিয়ে লিভারপুলের ওয়েবসাইটকে ক্লপ বলেন, ‘ক্লাবটি এতোটাই ভালো অবস্থায় আছে যে, আমি ছেড়ে যাওয়ার চিন্তা করতে পারলাম না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়