শিরোনাম

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০১:১০ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্থ টেস্টের প্রথমদিনটা শুধুই লাবুশ্চানের

আক্তারুজ্জামান : অস্ট্রেলিয়া সফরের প্রথমদিনটা খুব একটা ভালো কাটেনি নিউজিল্যান্ডের। সিরিজের প্রথম ম্যাচ পার্থ টেস্টের প্রথমদিনটি শুধুই মার্নাস লাবুশ্চানের। স্টিভ স্মিথের সঙ্গে ১৩২ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের ভিত এনে দিয়েছে। পার্থে প্রথমদিন শেষে ৪ উইকেটে ২৪৮ রান তুলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১১০ রানে অপরাজিত আছেন লাবুশ্চানে।

পার্থে টস জিতে ব্যাটিংয়ে নেমে জো বার্নসকে (৯) হারায় অস্ট্রেলিয়া। কিন্তু লাবুশ্চানেকে সঙ্গে নিয়ে সামাল দেন ডেভিড ওয়ার্নার। দুরন্ত ফর্মে থাকা ওয়ার্নার ৪৩ রানে ফেরেন। এরপরের গল্পটা শুধু স্মিথ-লাবুশ্চানে জুটির। যে জুটি ভাঙতে ৫০ ওভার বোলিং করতে হয়েছে টিম সাউদিদের। ১৬৪ বলে মাত্র ৪৩ রানে ফিরেছেন স্মিথ। তার স্ট্রাইকরেট মাত্র ২৬!

পরে ম্যাথু ওয়েড এসে ১২ রানেই ফিরে যান। নেইল ওয়াগনার, টিম সাউদি ও কলিন ডি গ্র্যান্ডহোমের বোলিং তোপ সামলে ঠিকই সেঞ্চুরি তুলে নেন লাবুশ্চানে। ৯৫ রানের সময় স্যান্টনারকে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের তৃতীয় শতক তোলেন লাবুশ্চানে। দিনের শেষদিকে তাকে সঙ্গ দিয়ে ২০ রানে অপরাজিত আছেন ট্রেভিস হেড। হেডকে সঙ্গে দিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন লাবুশ্চানে (১১০*)।

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে তেমন ছড়ি ঘোরাতে পারেননি কেউই। ছয়জন বোলারের হাতে বল তুলে দিয়েছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু সফল হতে পেরেছেন মাত্র তিনজন। ওয়াগনার ২টি এবং গ্র্যান্ডহোম ও সাউদি একটি উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়