শিরোনাম
◈ হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি নিহত ◈ রাইসির নিখোঁজ নিয়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া ◈ দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:৪২ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাসপোর্ট করতে এনআইডি লাগবে

জাগো নিউজ : সম্প্রতি অধিদপ্তরের সহকারী পরিচালক (পাসপোর্ট) মো. শাহজাহান কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়, দেশের অভ্যন্তরে আঞ্চলিক পাসপোর্ট ও ভিসা অফিসে আবেদনকারীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকা সত্ত্বেও তা গোপন করে জন্মনিবন্ধন প্রদর্শন করে পাসপোর্ট আবেদন করছেন। এতে নানাবিধ জটিলতা সৃষ্টি হচ্ছে।

পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শন না করলে পাসপোর্টের আবেদন জমা নেয়া হবে না। সম্প্রতি এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।

এ অবস্থায় অধিদফতরের কর্মচারীদের পাসপোর্টের আবেদন গ্রহণ করার আগে কয়েকটি বিষয় নিশ্চিত করতে বলা হয়েছে। সেগুলো হলো- ১৮ বছর ও তার ঊর্ধ্বে আবেদনকারীদের এনআইডি প্রদর্শন বাধ্যতামূলক, আবেদনকারীর বয়স ১৫ বছরের কম হলে তার পিতা ও মাতার এনআইডির কপি দেখাতে হবে। এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে আবেদনকারীকে তার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত করা একটি কপি জমা দিতে হবে।

সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি করে বিদেশে যাওয়ার প্রমাণ মিলেছে। অনেকে বলেছেন, বাংলাদেশে ইস্যুকৃত জন্মনিবন্ধন সনদগুলোতে অসত্য তথ্য দেয়ার সুযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে রোহিঙ্গাদের পাসপোর্টপ্রাপ্তি বন্ধ ও ‘পাসপোর্ট আবেদনকারী ও তার পরিবার বাংলাদেশের নাগরিক’ -এটা প্রমাণের জন্যই এনআইডি প্রদর্শনের বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে একই ধরনের অফিস আদেশ জারি করা হয়েছিলো। তবে আদেশ জারির পরও কর্মকর্তারা এনআইডি না দেখেই জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে পাসপোর্ট আবেদন গ্রহণ করতেন।

তবে এ জন্য অবশ্য একটি কারণ দেখাতেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, অনলাইনে পাসপোর্টের আবেদনের সময় নিবন্ধন সনদ নম্বরের ঘরে একটি ‘রেড স্টার (বাধ্যতামূলক চিহ্ন)’ দেয়া থাকে। এনআইডি নম্বর না দিলেও আবেদন গ্রহণ করা হয়। এ কারণে অনেকেই অনলাইনে ত্রুটিপূর্ণ ওই ফরম পূরণ করে এনে জমা দেয়। যেহেতু এটা অধিদফতরের সমস্যা তাই অনেক ক্ষেত্রে এনআইডি না দেখেই আবেদনপত্র গ্রহণ করা হতো।অনুলিখন : মৌরী সিদ্দিকা / সম্পাদনা : ইয়াসিন আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়