শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৬:৫৫ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াটস অ্যাপে শিশু নির্যাতনের ছবি শেয়ার করার দায়ে বিশ্বের ১১টি দেশ থেকে আটক ৩৩

মরিয়ম আদরী: হোয়াটস অ্যাপ গ্রুপে শিশুদের যৌন নির্যাতনের ছবি এবং অন্যান্য সহিংসতার ছবি শেয়ার করার দায়ে বুধবার বিভিন্ন দেশ থেকে তাদেরকে আটক করা হয়। স্পেনীয় পুলিশ জানান, গ্রুপটিতে বেশিরভাগ সময়ই ‘আপত্তিকর’ ছবি শেয়ার করা হতো। বিবিসি

পুলিশ জানান, তিন মহাদেশের ১১ টি দেশ হতে তাদের আটক করা হয়েছে। তাদের মধ্যে শুধু স্পেন হতেই ১৭ জনকে আটক করা হয়েছে। স্পেন হতে আটককৃতদের মধ্যে ১৫ বছরের এক কিশোরসহ সবার বয়স প্রায় ১৮ বছরের কম।

উরুগুয়ে হতে পুলিশ ২ জনকে আটক করেছে যার মধ্যে একজন মা ছিলেন। যিনি তার মেয়েকে নির্যাতন করেছেন এবং সেই ছবি গ্রুপটিতে শেয়ার করেছিলেন। এছাড়া ২৯ বছর বয়সী অন্য একজনকে আটক করা হয়েছে। যিনি শুধু পর্ণো ছবি ডাউনলোডই করতেন না বরং গ্রুপের অন্যান্য সদস্যদেরকে তরুণীদের সঙ্গে যোগাযোগ করার জন্য উস্কে দিতেন। বিশেষ করে তিনি অভিবাসীদের কথা বলতেন যাদের পুলিশের কাছে অভিযোগ করার কোনো সুযোগ নেই।

দুইবছর আগে টিপ-অফ থেকে একটি ইমেইল পাওয়ার পর স্পেন পুলিশ গ্রæপটির বিষয়ে তদন্ত শুরু করেন। তারপর তারা এ বিষয়ে তদন্তের জন্য ইউরোপোল, ইন্টারপোল এবং ইকুয়েডর পুলিশকে অন্তর্ভূক্ত করেন। স্পেন এবং উরুগুয়ের পাশাপাশি যুক্তরাজ্য, ইকুয়েডর, কোস্টারিকা, পেরু, ভারত, ইতালি, ফ্রান্স, পাকিস্তান এবং সিরিয়া হতে অন্যদের আটক করা হয়েছে।

এক বিবৃতিতে পুলিশ জানান, গ্রুপের কিছু সদস্য ‘স্টিকার’ তৈরি করেছিলেন যার মাধ্যমে ইমোজির মতো শিশু নির্যাতনের ডিজিটাল ছবিগুলো সহজেই শেয়ার করা যায়। পুলিশ আরো জানান, স্পেন থেকে আটককৃতদের মধ্যে বেশিরভাগই পুরুষ বা তরুণ। সম্পাদনা: রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়