শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৪:২১ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিববিহীন প্রথম বিপিএল, মিস করবেন রাসেল

নিজস্ব প্রতিবেদক : জুয়াড়ি প্রস্তাব গোপন রাখায় আইসিসির দ্বারা দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। যার কারণে ঘরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলতে পারবেন না। বিপিএলে এটি সপ্তম আসর। প্রথমবারের মতো সাকিবকে ছাড়া মাঠে গড়াবে বিপিএলের মাঠে বলের লড়াই।

কয়েক আসরে সাকিবের সতীর্থ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। শুধু তাই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোতেও সাকিবের সতীর্থ ছিলেন তিনি। তাই এই আসরে সাকিবে বেশি মিস করবেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। গতকাল সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন রাসেল।

বিপিএলে সাকিবের অভাব কতটা প্রকট, সেটি বোঝা গেলো ক্যারিবীয় এই অলরাউন্ডারের কথায়। রাসেল বলেন, ‘সাকিবকে অবশ্যই মিস করবো। পুরো বিপিএলই তাকে মিস করবে। সে দারুণ খেলোয়াড়। স্মার্ট বোলার, দারুণভাবে হিটও করতে পারে। বিশ্বকাপে কত দারুণ ছিলো, এখনো সেই স্মৃতি জলজ্যান্ত।’

নিষেধাজ্ঞার অভিজ্ঞতা আছে রাসেলেরও। ডোপ টেস্টে অংশ না নেয়ায় তিনিও সাকিবের মতো এক বছরের নিষেধাজ্ঞার খড়গ পড়েছিলেন। ফিরে আসাটা তাই কঠিন নয়, সাবেক সতীর্থের উদ্দেশে সেই বার্তাই রাখলেন।

রাসেল বলেন, ‘আমিও ওর মতো এক বছরের নিষেধাজ্ঞায় ছিলাম। মূল বিষয় হলো কীভাবে ফিরে আসা যায়। আমার দৃঢ় বিশ্বাস, সাকিব দৃঢ়ভাবে ক্রিকেটে ফিরতে পারবে।’

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি সাকিবকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। ২০২০ সালের ২৮ অক্টোবর পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়