শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৪:২১ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিববিহীন প্রথম বিপিএল, মিস করবেন রাসেল

নিজস্ব প্রতিবেদক : জুয়াড়ি প্রস্তাব গোপন রাখায় আইসিসির দ্বারা দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। যার কারণে ঘরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলতে পারবেন না। বিপিএলে এটি সপ্তম আসর। প্রথমবারের মতো সাকিবকে ছাড়া মাঠে গড়াবে বিপিএলের মাঠে বলের লড়াই।

কয়েক আসরে সাকিবের সতীর্থ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। শুধু তাই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোতেও সাকিবের সতীর্থ ছিলেন তিনি। তাই এই আসরে সাকিবে বেশি মিস করবেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। গতকাল সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন রাসেল।

বিপিএলে সাকিবের অভাব কতটা প্রকট, সেটি বোঝা গেলো ক্যারিবীয় এই অলরাউন্ডারের কথায়। রাসেল বলেন, ‘সাকিবকে অবশ্যই মিস করবো। পুরো বিপিএলই তাকে মিস করবে। সে দারুণ খেলোয়াড়। স্মার্ট বোলার, দারুণভাবে হিটও করতে পারে। বিশ্বকাপে কত দারুণ ছিলো, এখনো সেই স্মৃতি জলজ্যান্ত।’

নিষেধাজ্ঞার অভিজ্ঞতা আছে রাসেলেরও। ডোপ টেস্টে অংশ না নেয়ায় তিনিও সাকিবের মতো এক বছরের নিষেধাজ্ঞার খড়গ পড়েছিলেন। ফিরে আসাটা তাই কঠিন নয়, সাবেক সতীর্থের উদ্দেশে সেই বার্তাই রাখলেন।

রাসেল বলেন, ‘আমিও ওর মতো এক বছরের নিষেধাজ্ঞায় ছিলাম। মূল বিষয় হলো কীভাবে ফিরে আসা যায়। আমার দৃঢ় বিশ্বাস, সাকিব দৃঢ়ভাবে ক্রিকেটে ফিরতে পারবে।’

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি সাকিবকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। ২০২০ সালের ২৮ অক্টোবর পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়