শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৪:২১ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিববিহীন প্রথম বিপিএল, মিস করবেন রাসেল

নিজস্ব প্রতিবেদক : জুয়াড়ি প্রস্তাব গোপন রাখায় আইসিসির দ্বারা দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। যার কারণে ঘরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলতে পারবেন না। বিপিএলে এটি সপ্তম আসর। প্রথমবারের মতো সাকিবকে ছাড়া মাঠে গড়াবে বিপিএলের মাঠে বলের লড়াই।

কয়েক আসরে সাকিবের সতীর্থ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। শুধু তাই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোতেও সাকিবের সতীর্থ ছিলেন তিনি। তাই এই আসরে সাকিবে বেশি মিস করবেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। গতকাল সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন রাসেল।

বিপিএলে সাকিবের অভাব কতটা প্রকট, সেটি বোঝা গেলো ক্যারিবীয় এই অলরাউন্ডারের কথায়। রাসেল বলেন, ‘সাকিবকে অবশ্যই মিস করবো। পুরো বিপিএলই তাকে মিস করবে। সে দারুণ খেলোয়াড়। স্মার্ট বোলার, দারুণভাবে হিটও করতে পারে। বিশ্বকাপে কত দারুণ ছিলো, এখনো সেই স্মৃতি জলজ্যান্ত।’

নিষেধাজ্ঞার অভিজ্ঞতা আছে রাসেলেরও। ডোপ টেস্টে অংশ না নেয়ায় তিনিও সাকিবের মতো এক বছরের নিষেধাজ্ঞার খড়গ পড়েছিলেন। ফিরে আসাটা তাই কঠিন নয়, সাবেক সতীর্থের উদ্দেশে সেই বার্তাই রাখলেন।

রাসেল বলেন, ‘আমিও ওর মতো এক বছরের নিষেধাজ্ঞায় ছিলাম। মূল বিষয় হলো কীভাবে ফিরে আসা যায়। আমার দৃঢ় বিশ্বাস, সাকিব দৃঢ়ভাবে ক্রিকেটে ফিরতে পারবে।’

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি সাকিবকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। ২০২০ সালের ২৮ অক্টোবর পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়