শিরোনাম
◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৩:৫৬ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচকে ৮৩তম বাংলাদেশ

সমকাল : চলতি বছরের বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচকে ১১৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৩তম। সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। গত সোমবার প্রকাশিত 'গ্লোবাল ফুড সিকিউরিটি ইনডেক্স-২০১৯' শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দ্য ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের সমীক্ষার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

মানুষের ক্রয়ক্ষমতা, খাবারের প্রাপ্যতা, সবার জন্য পুষ্টিকর খাবারের গুণমান, কৃষি অবকাঠামোর মতো বিভিন্ন উপাদানের ওপর ভিত্তি করে ১০০ পয়েন্টের মধ্যে প্রাপ্ত স্কোর অনুযায়ী প্রতিবেদনটির তালিকায় দেশগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশের স্কোর ৫৩ দশমিক ২।

টানা দ্বিতীয়বারের মতো এ তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির স্কোর ৮৭ দশমিক ৪। ৮৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আয়ারল্যান্ড, ৮৩ দশমিক ৭ স্কোর নিয়ে তৃতীয় যুক্তরাষ্ট্র, ৮৩ দশমিক ১ স্কোর নিয়ে চতুর্থ সুইজারল্যান্ড এবং ৮২ দশমিক ৯ স্কোর নিয়ে ফিনল্যান্ড ও নরওয়ে রয়েছে পঞ্চম স্থানে। ৩১ দশমিক ১২ স্কোর নিয়ে তালিকার সবচেয়ে নিচে অবস্থান করছে ভেনিজুয়েলা। তালিকায় দক্ষিণ এশিয়ার

দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে শ্রীলংকা (৬৬তম)। দেশটির স্কোর ৬০ দশমিক ৮। ৫৮ দশমিক ৯ স্কোর নিয়ে তালিকায় ভারতের অবস্থান ৭২তম, ৫৬ দশমিক ৮ স্কোর নিয়ে পাকিস্তান ৭৮তম এবং ৫৬ দশমিক ৪ স্কোর নিয়ে নেপালের অবস্থান ৭৯তম।

তালিকায় স্থান পাওয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২০তম। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ওপরের দিকে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, কাজাখস্তান, থাইল্যান্ড ও আজারবাইজান।

এবার খাদ্য নিরাপত্তার ওপর জলবায়ু পরিবর্তনের ফলে সম্ভাব্য হুমকির বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়