শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৭:৫৪ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিকাশ এজেন্টের উপর যুবলীগের হামলা

জাহাঙ্গীর লিটন : লক্ষ্মীপুরে চাঁদার দাবিতে বিকাশ এজেন্টের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা অনুপম হোসেনের বিরুদ্ধে। অভিযুক্ত অনুপম সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর হোসেন ভুলুর ভাই। সোমবার রাত ৯টার দিকে উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারের ইকরা এন্টার প্রাইজের ওই বিকাশ এজেন্টে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী আবু নোমান খোকন অভিযোগ করে জানান, তিনি স্থানীয় হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন। যুবলীগ নেতা অনুপম ওই বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য হতে চেয়েছে। কিন্ত সদস্য হতে না পরায় প্রধান শিক্ষক আবদুল হাইয়ের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। গত ৩ নভেম্বর প্রধান শিক্ষককে মারধর করতে অনুপম বিদ্যালয়ে আসে। শিক্ষক ছুটিতে থাকায় অনুপম তার (খোকন) ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে অনুপম তার চাকরিচ্যুত করার হুমকি দেয়া হয়।

কিছুদিন পরই যুবলীগ নেতা তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়া তাকে হত্যার হুমকি দেয়া হয়। এ ভয়ে কয়েকদিন খোকন পলাতক ছিল। চাঁদা না দেয়ায় ঘটনার সময় অনুপম তার অনুসারী জামাল ও দিদারকে নিয়ে এসে খোকনের দোকান ভাঙচুর করে। এসময় তারা একটি কম্পিউটার ও বিকাশের প্রায় ৬০ হাজার টাকা ক্যাশ বক্স থেকে নিয়ে যায়।

নোমানের বাবা আবু ছিদ্দিক বলেন, খবর পেয়ে আমি দোকানে আসি। এসময় অনুপম আমাকে দোকান বন্ধ করতে বলে। কিন্ত দোকান বন্ধ না করায় আমাকে মারধর করতে আসে। পরে স্থানীয়রা এগিয়ে এলে টাকা ও কম্পিউটার নিয়ে তারা চলে যায়।

এ ব্যাপারে যুবলীগ নেতা অনুপম হোসেনের মোবাইলে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা : মৌরী সিদ্দিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়