শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলওয়েল এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসমাঈল হুসাইন ইমু : বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল) এর ৫২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বোর্ড অব ডিরেক্টরর্স নির্বাচন-২০১৯ শনিবার দুপুরে রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আইজিপি ও পলওয়েল এর চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসভায় সভাপতিত্ব করেন।

পুলিশ প্রধান পলওয়েল এর চলমান প্রকল্পের সাথে লাভজনক নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে প্রচীনতম এ সমবায়ী প্রতিষ্ঠানটির আয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি পলওয়েলকে আরও ব্যবসাবান্ধব এবং পুলিশের কল্যাণে ব্যবহারের জন্য শেয়ার হোল্ডারদের সহযোগিতা কামনা করেন।
সভায় পলওয়েল এর ৯ সদস্য বিশিষ্ট বোর্ড অব ডিরেক্টরর্স নির্বাচন করা হয়। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পলওয়েল এর চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। অতিরিক্ত আইজি (অর্থ ও উন্নয়ন) মো. শাহাব উদ্দীন কোরেশী ভাইস চেয়ারম্যান এবং সিআইডির অতিরিক্ত আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত পরিচালকরা হলেন, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, ডিআইজি (লজিস্টিকস) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, ডিআইজি (প্রশাসন) মো. তওফিক মাহবুব চৌধুরী, অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম (পুনর্নির্বাচিত) এবং অতিরিক্ত এসপি (অব.) এ. এফ. এম. জাবিদ হাসান।

অতিরিক্ত আইজিপি ও বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মইনুর রহমান চৌধুরী, পরিচালক এবং শেয়ার হোল্ডাররা সভায় বক্তব্য রাখেন। সভায় সোসাইটির ডেলিগেট, সদস্য ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় আদায়কৃত শেয়ার মূলধনের ওপর বিগত ২০১৭-২০১৮ এবং ২০১৮-১৯ উভয় অর্থ বছরের জন্য ৪০ ভাগ হারে লভ্যাংশ ঘোষণা করা হয়। এছাড়া, সভায় বিগত অর্থ বছরের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়