শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে ‘জয় বাংলা উৎসব’ অনুষ্ঠিত

ওবায়দুল হক, আরব আমিরাত : ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতে হবে বিশ্বব্যাপী। দেশে ও বিদেশে বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণ এর প্রচলন কার্যকর করতে হবে। জাতীর জনক বঙ্গবন্ধুর শততম জন্ম উৎসব দেশে ও বিদেশে উদযাপন করবে ইউথ ফোরাম।’কথাগুলো বলেন শুক্রবার আমিরাতে ‘জয় বাংলা উৎসব’ এর আগত অতিথি ও আয়োজকেরা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গঠিত ‘ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম’ এর বৈদেশিক শাখা ‘ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম ইউএই’ ও শারজাহ আমেরিকান ইউনিভার্সিটি এর বাংলাদেশ কালচারাল ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো ‘জয় বাংলা উৎসব ‘। আমেরিকান ইউনিভার্সিটি অব শারজাহ এর হল রুমে জমকালো এই আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশের বাঙালিয়ানা প্রদর্শিত হলো। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশি প্রবাসী ও আগত বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীদের মধ্যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বাংলা ও ইংরেজিতে তুলে ধরা হয়।
বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমেও উপস্থাপন করা হয় লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশকে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্টদূত ড.মুহাম্মদ ইমরান।

ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম ইউএই’র সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা, মামুন রেজা, ইফতেখার হোসেন পাভেল, তুরসা ও আরিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনস্যুলেটর কনসাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসেন খান, আমেরিকান ইউনিভার্সিটির চেন্সলর প্রফেসর কেভিন। উপস্থিত ছিলেন, ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম এর সভানেত্রী মুনা চৌধুরী, সহ সভাপতি কণ্ঠশিল্পী এস আই টুটুল, কমল চৌধুরী। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়