শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে ‘জয় বাংলা উৎসব’ অনুষ্ঠিত

ওবায়দুল হক, আরব আমিরাত : ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতে হবে বিশ্বব্যাপী। দেশে ও বিদেশে বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণ এর প্রচলন কার্যকর করতে হবে। জাতীর জনক বঙ্গবন্ধুর শততম জন্ম উৎসব দেশে ও বিদেশে উদযাপন করবে ইউথ ফোরাম।’কথাগুলো বলেন শুক্রবার আমিরাতে ‘জয় বাংলা উৎসব’ এর আগত অতিথি ও আয়োজকেরা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গঠিত ‘ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম’ এর বৈদেশিক শাখা ‘ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম ইউএই’ ও শারজাহ আমেরিকান ইউনিভার্সিটি এর বাংলাদেশ কালচারাল ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো ‘জয় বাংলা উৎসব ‘। আমেরিকান ইউনিভার্সিটি অব শারজাহ এর হল রুমে জমকালো এই আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশের বাঙালিয়ানা প্রদর্শিত হলো। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশি প্রবাসী ও আগত বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীদের মধ্যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বাংলা ও ইংরেজিতে তুলে ধরা হয়।
বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমেও উপস্থাপন করা হয় লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশকে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্টদূত ড.মুহাম্মদ ইমরান।

ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম ইউএই’র সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা, মামুন রেজা, ইফতেখার হোসেন পাভেল, তুরসা ও আরিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনস্যুলেটর কনসাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসেন খান, আমেরিকান ইউনিভার্সিটির চেন্সলর প্রফেসর কেভিন। উপস্থিত ছিলেন, ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম এর সভানেত্রী মুনা চৌধুরী, সহ সভাপতি কণ্ঠশিল্পী এস আই টুটুল, কমল চৌধুরী। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়