শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১০:১৯ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহর খেলা নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : আগামী বুধবার থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধুর বিপিএলের সপ্তম আসর। সিলেট থান্ডার ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ব্যাটে বলের লড়াই। এবারের আসরে চট্টগ্রামের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহকে দলে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

জাতীয় দলের এই তারকা ক্রিকেটার ভারত-বাংলাদেশ ঐতিহাসিক ইডেন টেস্টে হ্যামস্ট্রিং ইঞ্জুরি বাঁধান। সেই ইঞ্জুরির পর থেকে চলছে পুনর্বাসন প্রক্রিয়া, যা এখনো পুরোপুরি শেষ হয়নি।

আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএলকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম। কিন্তু দলের শেষ মুহুর্তের প্রস্তুতির সময়েও পুরোপুরি সেরে উঠেননি মাহমুদউল্লাহ। তাই শুরুতে তাকে পাওয়া নিয়ে শঙ্কা থাকছে।

সূত্র জানিয়েছে, রিয়াদ এখনো শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি, সেরে উঠেছেন ৬০ ভাগ। তবে ফিট হয়ে ওঠার চেষ্টা চলছে পুরোদমে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে মিরপুরে ঘাম ঝরিয়েছেন। জিম থেকে শুরু করে রানআপ সবই করেছেন। এতোদিন ব্যাটিং অনুশীলন থেকে দূরে থাকলেও এদিন ব্যাট হাতেও নেটে প্রস্তুতি সেরেছেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সূত্র জানিয়েছে, রিয়াদের ফিটনেসের অবস্থা বিবেচনায় রেখে তাকে নিয়ে ঝুঁকি না নেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ, বিপিএলের পরই জাতীয় দলের পাকিস্তান সফর। সেই সফরের টি-টোয়েন্টি সিরিজে রিয়াদই থাকতে পারেন দলের অধিনায়ক। নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভারত সিরিজে তিনিই ছিলেন নেতৃত্বে। সেক্ষেত্রে ‘ঝুঁকিহীন পদক্ষেপ’ এ রিয়াদকে ছাড়াই হয়ত প্রথম ম্যাচে মাঠে নামতে হবে চট্টগ্রামকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়