শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১০:১৯ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহর খেলা নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : আগামী বুধবার থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধুর বিপিএলের সপ্তম আসর। সিলেট থান্ডার ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ব্যাটে বলের লড়াই। এবারের আসরে চট্টগ্রামের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহকে দলে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

জাতীয় দলের এই তারকা ক্রিকেটার ভারত-বাংলাদেশ ঐতিহাসিক ইডেন টেস্টে হ্যামস্ট্রিং ইঞ্জুরি বাঁধান। সেই ইঞ্জুরির পর থেকে চলছে পুনর্বাসন প্রক্রিয়া, যা এখনো পুরোপুরি শেষ হয়নি।

আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএলকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম। কিন্তু দলের শেষ মুহুর্তের প্রস্তুতির সময়েও পুরোপুরি সেরে উঠেননি মাহমুদউল্লাহ। তাই শুরুতে তাকে পাওয়া নিয়ে শঙ্কা থাকছে।

সূত্র জানিয়েছে, রিয়াদ এখনো শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি, সেরে উঠেছেন ৬০ ভাগ। তবে ফিট হয়ে ওঠার চেষ্টা চলছে পুরোদমে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে মিরপুরে ঘাম ঝরিয়েছেন। জিম থেকে শুরু করে রানআপ সবই করেছেন। এতোদিন ব্যাটিং অনুশীলন থেকে দূরে থাকলেও এদিন ব্যাট হাতেও নেটে প্রস্তুতি সেরেছেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সূত্র জানিয়েছে, রিয়াদের ফিটনেসের অবস্থা বিবেচনায় রেখে তাকে নিয়ে ঝুঁকি না নেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ, বিপিএলের পরই জাতীয় দলের পাকিস্তান সফর। সেই সফরের টি-টোয়েন্টি সিরিজে রিয়াদই থাকতে পারেন দলের অধিনায়ক। নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভারত সিরিজে তিনিই ছিলেন নেতৃত্বে। সেক্ষেত্রে ‘ঝুঁকিহীন পদক্ষেপ’ এ রিয়াদকে ছাড়াই হয়ত প্রথম ম্যাচে মাঠে নামতে হবে চট্টগ্রামকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়