শফিক ইসলাম: সাউথ এশিয়া গেমসে আরো একটি লজ্জার হার দেখলো ক্রিকেট বিশ্ব। নেপালের বিপক্ষে মাত্র ৮ রানে অলআউট মালদ্বীপ নারী ক্রিকেট দল। আজ শনিবার (৭ ডিসেম্বর) নেপালের পোখরাতে টস জিতে ব্যাট করতে নামে মালদ্বীপ। নেপালের বোলারদের তোপের মুখে আসা-যাওয়া মিছিলে থাকে তারা।
এমন আসা-যাওয়ার মধ্যে ১১ দশমিক ৩ ওভারে মাত্র ৮ রানেই সবকটি উইকেট হারায় মালদ্বীপ। এর চেয়েও মজার ব্যাপার হলো, এই ৮ রানের মধ্যে ৭ রানই এসেছে অতিরিক্ত থেকে। শুধুমাত্র মালদ্বীপের ওপেনার আইমা আইশাখের ব্যাট থেকে আসে মাত্র ১ রান।
জবাবে ব্যাট করতে নেমে ১.১ ওভারেই জয় তুলে নেয় নেপাল। এর ফলে নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান (এসএ) গেমসে আরো একটি সর্বনিম্ন রানের রেকর্ডে নাম লেখাল মালদ্বীপ নারী ক্রিকেট দল।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচেও মালদ্বীপকে ৫ বলে হারিয়ে রেকর্ড গড়েছিল নেপাল। প্রথম ম্যাচে অবশ্য ১৬ রান করতে পেরেছিলো মালদ্বীপ। আর বাংলাদেশের সাথে ৬ রানেই অলআউট হয় মালদ্বীপ।