মহসীন কবির : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিচার বিভাগীয় সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানামন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বিচার ব্যবস্থা উন্নত পরিবেশের সৃষ্টি হয়েছে। বিচারকদের ন্যায় বিচার করতে হবে, কোন সীমাবব্ধতার অজুহাত দেখানো যাবে না্। বিচার বিভাগরে সমস্যার ব্যাপারে প্রধানমন্ত্রী অবগত আছেন। বিচারকদের স্বল্পতা ও আরো বিচারক নিয়োগের আহ্বান জানান তিনি।