শিরোনাম
◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৯ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে মৌসুমের আগেই তরমুজ চাষ

ইনকিলাব : সুনামগঞ্জের ছাতকে এই কাজ করে চমক দেখিয়েছেন এক শিক্ষার্থী। আফজলাবাদ ইউনিয়নের বাগইন গ্রামের ওই শিক্ষার্থীর নাম হাদিউর রহমান। গ্রামের পাশে বটের নদীর পাড়ে ৫ বিঘা জমিতে মাঁচা পদ্ধতিতে ‘সুইস ব্লাক-২’ ও ‘ব্লাক বক্স’ জাতের তরমুজ চাষ করেন তিনি। রোপন করার ২ মাসের মধ্যেই মাঁচায় ঝুঁলছে কাঁচাপাকা তরমুজ। এমন ব্যতিক্রমী চাষাবাদে অনুপ্রাণিত হয়েছে এলাকার সকল শ্রেণি পেশার মানুষ।
আর তাই তার তরমুজ ক্ষেত দেখতে প্রতিদিন সেখানে লোকজন জড়ো হচ্ছেন। গত সপ্তাহে ওই তরমুজ ক্ষেত পরিদর্শন করে হাদিউরের ভূয়সী প্রশংসা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবিরসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। এ ব্যাপারে হাদিউর জানান, সিলেট এমসি কলেজে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স ও সোবহানীঘাট আলিয়া মাদরাসায় কামিল দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছেন। টেলিভিশনে ছবিসহ কৃষি ক্ষেতের বিভিন্ন খবর দেখে তিনি এমন উদ্যোগী হয়েছেন।

হাদিউর জানান, গত ১০ সেপ্টেম্বর হাদিউর নিজের গ্রামের বটের নদীর উত্তর পাড়ে ৫ বিঘা জমিতে মাঁচা পদ্ধতিতে আগাম জাতের তরমুজ চাষের উদ্যোগ নেন। এর জন্যে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় জমি। এরপর কুষ্টিয়া থেকে বীজ সংগ্রহ করে চারা রোপন করেন। প্রতি বিঘায় এক হাজার ২০০টি করে গাছ রোপনের পর ৫ বিঘা জমিতে ৬ হাজার চারা গজায়। চারাগুলোর ওপর বাঁশ ও জাল দিয়ে তৈরি নৌকার ছৈয়ার আদলে মাঁচানে লতা-পাতা বিস্তার করতে শুরু করে। ক’দিন পর মাঁচানে ঝুলতে থাকে তরমুজ। বর্তমানে ওই জমিতে ১২ হাজার তরমুজের ফলন হয়। সুমিষ্টি তরমুজগুলো এখন বিক্রিও করছেন পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ বাজারে। এখন প্রত্যাশার চেয়ে বেশি লাভের আশা করছেন তিনি।

তিনি আরো জানান, প্রতি বিঘা জমিতে ব্যয় হয়েছে ৪০ হাজার টাকা। আগাম জাতের তরমুজের সেখানে তিনি শসা লাগাবেন। শসার ফলন তুলে আগামী রমজানের আগে আবারও ওই জমিতে তিনি আগাম জাতের তরমুজ রোপন করবেন। তাছাড়া পাশের আরেও ১০ বিঘা জমিতে দেশীয় পদ্ধতিতে ‘ক্যামেলিয়া’ ও ‘বিগ ফ্যামেলি’ জাতের তরমুজের চারা রোপন করা হয়েছে। যা আগামী ২ মাস পর ফলন উঠতে শুরু করবে।
এ প্রসঙ্গে ওই তরমুজ ক্ষেতের শ্রমিক আজাদ মিয়া বলেন, এখানে শ্রমিকের কাজ করে তিনি বেকারত্ব থেকে মুক্তি পেয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানিয়েছেন, মাস্টার্সের ছাত্র হাদিউর রহমানের মতো যারা কৃষি কাজে এগিয়ে আসবে তাদেরকে সহায়তা করা হবে।
অনুলিখন : মাজহারুল ইসলাম / সম্পাদনা : ইযাসিন আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়