শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১২:২৯ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের সরকার এখন নারীবান্ধব ও জনবান্ধবের চেয়ে ব্যবসাবান্ধব, বললেন সুলতানা কামাল

আসিফ কাজল: সুন্দরবন রক্ষা কমিটির আহবায়ক ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল এ মন্তব্য করেন। শুক্রবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে কমিটি আয়োজিত ‘জাতীয় কনভেনশন ২০১৯’ তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন করেছি, তা শুধু ভূখন্ড অর্জনের জন্য ছিল না।আমাদের কিছু নৈতিক লক্ষ্য ছিল।আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারিনি।এসময় প্রাণ ও প্রকৃতি রক্ষায় তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটি দেশের সব মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানায়।

সাবেক তত্বাবধায়ক সরকারের এ উপদেষ্টা বলেন, দেশের প্রকৃতি ও প্রাণ বিপর্যয়ের মধ্যে চলে গেছে, আমরা মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের মধ্যে বসবাস করছি।সুন্দরবনকে আমাদের জাতীয়ভাবে বাঁচাতে হবে।

অনুষ্ঠানে জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, উপকূলজুড়ে প্রায় ২২টি বিদ্যুৎকেন্দ্র নির্মানের পরিকল্পনা করা হয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে জলবায়ু মোকাবিলা কঠিন হয়ে পড়বে। জলবায়ু উদ্বাস্তুর পাশাপাশি আমাদের উন্নয়ন উদ্বাস্তু তৈরি হবে৷অন্যদিকে উত্তরাঞ্চলে এশিয়া এনার্জি ফুলবাড়িয়ায় কয়লা তুলতে চাইছে।চীনা কোম্পানির সঙ্গে চুক্তি করছে।ফুলবাড়িয়া ছাড়াও হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।এ প্রকল্প বাস্তবায়নে কোনো প্রকার জনসম্মতি নেওয়া হয়নি। নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। এই অপতৎপরতা বন্ধ করতে হবে।

অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সুন্দরবন আর আমাজন একইসূত্রে বাঁধা। আমাজন আগুনে জ্বলছে আর সুন্দরবন ধবংসের চেষ্টা চলছে। উন্নয়নের নামে দেশে যে বিনিয়োগ হচ্ছে, তা পুঁজিবাদী বিনিয়োগ। পুঁজিবাদী বিনিয়োগই সব দুর্গতির জন্য দায়ী।

অনুষ্ঠানে রামপালসহ সুন্দরবনবিনাশী সব প্রকল্প বন্ধ, পিএসসি ২০১৯ বাতিল করে স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান, দুর্নীতি বন্ধ করতে অবশ্যই দায়মুক্তি আইন বাতিল, এশিয়া এনার্জি (জিসিএম)-কে দেশ থেকে বহিষ্কার এবং ব্যয়বহুল, আমদানি ও ঋণনির্ভর, প্রাণপ্রকৃতিবিনাশী পরিকল্পনা বাতিলসহ সরকারের উদ্দেশ্যে পাঁচটি দাবি তুলে ধরা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়