শিরোনাম

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৯, ০২:১৯ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৯, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কুচবিহারে ‘জয় শ্রীরাম’ স্লোগানে স্কুলের বাইরে বোমা-গুলি বাইক বাহিনীর, কাঁপছে পড়ুয়ারা!

রাশিদ রিয়াজ : ভারতের নিউ কুচবিহার স্টেশন লাগোয়া বাইশগুড়ি এলাকায় শুক্রবার পরীক্ষা ছিল কচিকাচাগুলোর। নির্দিষ্ট সময়েই সকলে এসে দিতে শুরু করেছিল পরীক্ষা। হঠাতই প্রচণ্ড বোমার শব্দ, সেইসঙ্গে গুলি। মুহূর্তেই বদলে গেল পরিবেশ। আতঙ্ক ছড়িয়ে পড়ল ছাত্র থেকে অভিভাবকদের মধ্যে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে খবর, স্কুল চলাকালীন জয় শ্রী রাম ধ্বনি দিয়ে এসে প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি ও বোমা ছোঁড়ে একদল বাইক বাহিনী। অভিযুক্তরা পালিয়ে যাওয়ার পর বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে। পরে পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা ও দুই রাউন্ড গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।

কেন ঘটল এমন ঘটনা? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিউ কোচবিহার রেল স্টেশন সংলগ্ন এফসিআই গুদামের শ্রমিক সংগঠনের দখল নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে বেশ কিছু দিন ধরেই গণ্ডগোল চলছে। এই ঘটনা তারই বহিঃপ্রকাশ। যদিও তৃণমূল ও বিজেপি একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছে।

তবে এই সবকিছুর মধ্যে সবচেয়ে ক্ষতি হয়েছে ছোটছোট পড়ুয়াদের। স্কুলের বাইরে বোমা-গুলির শব্দে প্রবল আতঙ্কে ভুগছেন তারা। এক অভিভাবকের কথায়, 'এভাবে স্কুলের সামনে বোমা-গুলি চললে ছোট-ছোট ছেলেমেয়েদের নিরাপত্তা কোথায়? এরপর কোন সাহসে ওদের স্কুলে পাঠাবো?'

  • সর্বশেষ
  • জনপ্রিয়