শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৯, ১১:২২ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০১৯, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় দুর্বৃত্তের হামলায় দুই সাংবাদিক আহত

আশরাফুল নয়ন : নওগাঁয় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় শিকার হয়ে দুই সাংবাদিক আহত হয়েছে। ১৭ নভেম্বর রাত ৭ টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড়ে ইডেন চাইনিজ রেস্টুরেন্টের সামনে এ হামলার শিকার হোন। এসময় দৈনিক আমাদের নতুন সময় ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন, যুগান্তরের জেলা প্রতিনিধি আব্বাস আলী মারাত্বক আহত হোন। গুরুত্বর আহতবস্থায় তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

১৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় শহরে উত্তপ্ত শুরু হয়। পরদিন ১৭ নভেম্বর রাত ৭ টার দিকে নওগাঁ শহরের সরিষাহাটির মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল মুক্তির মোড়েরর দিকে আসছিলো। মিছিলটি শহরের ইডেন চাইনিজ রেস্টুরেন্টের সামনে আসলে পেশাগত দায়িত্ব পালনে ছবি সংগ্রহ করতে গিয়ে ‘দৈনিক যুগান্তর’ জেলা প্রতিনিধি আব্বাস আলী এবং দৈনিক আমাদের নতুন সময় ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন দুর্বৃত্তের হামলায় শিকার হোন।

এসময় আওয়ামী লীগ নেতা শাহ পরান নয়ন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, ইমরান হোসেন ও থানা পুলিশের তৎপরতায় সাংবাদিকরা কিছুটা রক্ষা পান। গুরুত্বর আহতবস্থায় উদ্ধার করে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আব্বাস আলীর বাম হাতের কনুইয়ের হাড় ভেড়ে গেছে। এছাড়া আশরাফুল নয়নের মাথায় ৭টি সেলাই দেয়া হয়েছে। হাসপাতালের অর্থপেডিক বিভাগে তিনদিন চিকিৎসাধীন থেকে কিছুটা সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিভিন্ন মহল তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা, যুবলীগের সভাপতি অ্যাড. খোদাদদ খান পিটু ও সাধারণ সম্পাদক বিমান কুমার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছিমুল হক বুলবুল, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক একে সাজু, প্রচার সম্পাদক মাহমুদুন নবী বেলাল, সাবেক সভাপতি ইমরুল কায়েস হকসহ অন্যান্য সাংবাদিক ও আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে অসুস্থ সাংবাদিকদের বিষয়ে সার্বিক খোঁজ খবর নিয়েছেন। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়