শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে পারবেন না ইমরান ও বুশরা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ১১:১৪ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গর্ভাবস্তায়ও অস্ট্রেলিয়ার দাবানল ঠেকাতে লড়ছেন এক দমকলকর্মী

আসিফুজ্জামান পৃথিল : ২৩ বছর বয়সী কাট রবিনসন-উইলিয়ামস একজন স্বেচ্ছাসেবী দমকলকর্মী।বর্তমানে তার ১৪ সপ্তাহের গর্ভাবস্তা চলছে। বন্ধুবান্ধবসহ শুভানুধ্যায়ীদের অনুরোধ স্বত্ত্বেও তাকে তার কাজ থেকে ফেরানো যায়নি। ঝুঁকি নিয়েই করছেন দাবানল নিয়ন্ত্রণের কাজ। বিবিসি

নিজের ইনস্টাগ্রামে এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন কাট। তিনি সেখানে বলেছেন, যত যাই হোক, তিনি পিছিয়ে থাকতে চান না। গত ১১ বছর ধরে তিনি ফায়ারসার্ভিসে স্বেচ্ছাসেবা দিয়ে যাচ্ছেন।তিনি বলেন, ‘আমি ইতিহাসের প্রথম গর্ভবতী দমকলকর্মী নই, আমি শেষ জনও নই। আমি এখনও অন্যকে সহায়তা করার মতো অবস্থায় আছি। তাই আমি করবো।’ সোমবার ইনস্টাগ্রামে প্রথমবার ছবি পোস্ট করার পরপরই আলোচনায় চলে আসে কাট। সেখানে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ আমি একজন দমকলকর্মী। না আমি পুরুষ নই। হ্যাঁ আমি গর্ভবতী।আপনি এটি পছন্দ করে কি করেন না, আমার যায় আসে না।

তার এই পোস্ট মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকের মতে তিনি মেয়েদের জন্য বড় অনুপ্রেরণা। বিবিসিকে কাট জানান, অনেক বন্ধুরা তাকে বলেছিলো, সে যা করছে তা ঠিক না। এরপরেই সে পোস্টটি করে। তিনি বলেন, ‘আমি তাদের বলতে চেয়েছি, আমি ঠিক আছি, আমি থেমে থাকবো না। যখন আমার শরীর বলবে থামো, আমি তখনই থামবো।’ তিনি জানান, তার ডাক্তার তাকে সঠিক উপকরণ ব্যবহার করে কাজ করার পরামর্শ দিয়েছেন। সম্পাদনা : খালিদ আহমেদ/সারোয়ার

  • সর্বশেষ
  • জনপ্রিয়