শিরোনাম
◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:২২ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানুয়ারিতে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুর সম্ভাবনা

জনকন্ঠ : গতকাল  রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মালয়েশিয়া সফর শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইমরান আহমদ। এসময় তিনি বলেন,  অভিবাসন খরচ নিয়ন্ত্রণ করে নতুন ডাটাবেজ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে। কোন ধরনের সিন্ডিকেট বাজারে ঢুকতে পারবে না। এতে দীর্ঘদিন বন্ধ থাকার পরে বাজারটি খোলার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে।

এ সময় তিনি কাউকে অপ্রয়োজনী কথা বা চিঠি দিয়ে বাজার নষ্ট না করার আহ্বান জানিয়ে বলেন, আশা করছি আগামী জানুয়ারি থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে। ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে ডাটাব্যাংকে ঢাকা জেলায় নিবন্ধন শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবজেলা কর্মসংস্থান অফিস এবং ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে নিবন্ধন করা হবে।

মন্ত্রী আরও বলেন, এই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী। তবে তিনি বলেছেন, মালয়েশিয়ায় কর্মী নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় করতে হবে। সোর্সকান্ট্রি হিসেবে বাংলাদেশ থেকে তার দেশে কর্মী নিয়োগের যৌক্তিকতা রয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও কর্মী নিয়োগে আগ্রহের কথা বলেছেন। এর বাইরেও দেশটির বড় কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে বৈঠকে হয়েছে। ব্যবসায়ীরাও আগ্রহী বাংলাদেশের কর্মী নিয়োগের। কারণ বাংলাদেশের কর্মীরা দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন। তারা অল্পদিনেই অদক্ষ থেকে দক্ষ কর্মী হিসেবে গড়ে উঠতে পারেন।

তিনি জানান, মালয়েশিয়ায় কর্মী নিয়োগের বিষয়ে আগামী ২৪ থেকে ২৫ নবেম্বর ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকের দিন তারিখ ঠিক করা হয়েছিলো। কিন্তু পরে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলে ওই বৈঠকের তারিখ কয়েকদিন এগিয়ে আনা হয়েছে। এখন নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ থেকে ১৮ নবেম্বর। ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের বিষয়টির। অনুলিখন : ইয়াসিন আরাফাত, সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়