শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯, ০৭:২০ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০১৯, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরানকে সমালোচনা : বাগযুদ্ধে হরভজন-বীনা মালিক

অনলাইন ডেস্ক : কাশ্মীর ইস্যুতে সরব পাকিস্তানি অভিনেত্রী বীনা মালিক। মাঝেমাঝেই তাকে কাশ্মীর ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায়। এবার ইমরানকে নিয়ে ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের সমালোচনামূলক টুইটের জবাব দিয়ে বাগযুদ্ধে নামলেন তিনি।

গত সোমবার টুইটারে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে সমোলোচনা করে টুইট করেন হরভজন সিং। টুইটে তিনি লিখেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিয়েছিলেন ইমরান খান। খেলার দুনিয়ার একজন ব্যক্তিত্ব হয়ে ইমরান খান যেভাবে ব্লাডবাথ (রক্তস্নান) এবং ফাইট টু দ্য এন্ড (শেষ পর্যন্ত লড়াই) শব্দগুলো ব্যবহার করেছেন, তা দুই দেশের মধ্যে হিংসাত্মক মানসিকতা বাড়িয়ে তোলে। একজন ক্রিকেটার হিসেবে আমি চাইবো তিনি শান্তির বার্তা দিন।’

এই ইস্যুতে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানি অভিনেত্রী বীনা মালিক। হরভজনকে উদ্দেশ করে তিনি লিখেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান তার মন্তব্যে শান্তির কথা বলেছিলেন। সেইসঙ্গে তিনি সত্যিটাও তুলে ধরেছেন। কার্ফিউ উঠে গেলে নিশ্চিতভাবে ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে এবং অত্যন্ত দুঃখজনকভাবে রক্তস্নাতই হবে দেশ। তিনি আতঙ্ক ছড়াননি, বরং তিনি যে ভীত, সেটাই বলার চেষ্টা করেছেন। আপনি কি ইংরেজি বোঝেন না?’

বীনা মালিক তার স্ট্যাটাসে একটি বানান ভুল করেন, আর তা নিয়েই পাল্টা আক্রমণ করেন হরভজন। তিনি লিখেন, ‘ Surly মানে আপনি কী বোঝাতে চেয়েছেন? নাকি Surely লিখতে চেয়েছেন? মাথা ঠাণ্ডা করুন, আর পরের বার ইংরেজিতে কিছু লিখতে হলে ভালো করে পড়ে নেবেন।’

দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়