শিরোনাম
◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯, ০৭:২০ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০১৯, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরানকে সমালোচনা : বাগযুদ্ধে হরভজন-বীনা মালিক

অনলাইন ডেস্ক : কাশ্মীর ইস্যুতে সরব পাকিস্তানি অভিনেত্রী বীনা মালিক। মাঝেমাঝেই তাকে কাশ্মীর ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায়। এবার ইমরানকে নিয়ে ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের সমালোচনামূলক টুইটের জবাব দিয়ে বাগযুদ্ধে নামলেন তিনি।

গত সোমবার টুইটারে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে সমোলোচনা করে টুইট করেন হরভজন সিং। টুইটে তিনি লিখেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিয়েছিলেন ইমরান খান। খেলার দুনিয়ার একজন ব্যক্তিত্ব হয়ে ইমরান খান যেভাবে ব্লাডবাথ (রক্তস্নান) এবং ফাইট টু দ্য এন্ড (শেষ পর্যন্ত লড়াই) শব্দগুলো ব্যবহার করেছেন, তা দুই দেশের মধ্যে হিংসাত্মক মানসিকতা বাড়িয়ে তোলে। একজন ক্রিকেটার হিসেবে আমি চাইবো তিনি শান্তির বার্তা দিন।’

এই ইস্যুতে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানি অভিনেত্রী বীনা মালিক। হরভজনকে উদ্দেশ করে তিনি লিখেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান তার মন্তব্যে শান্তির কথা বলেছিলেন। সেইসঙ্গে তিনি সত্যিটাও তুলে ধরেছেন। কার্ফিউ উঠে গেলে নিশ্চিতভাবে ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে এবং অত্যন্ত দুঃখজনকভাবে রক্তস্নাতই হবে দেশ। তিনি আতঙ্ক ছড়াননি, বরং তিনি যে ভীত, সেটাই বলার চেষ্টা করেছেন। আপনি কি ইংরেজি বোঝেন না?’

বীনা মালিক তার স্ট্যাটাসে একটি বানান ভুল করেন, আর তা নিয়েই পাল্টা আক্রমণ করেন হরভজন। তিনি লিখেন, ‘ Surly মানে আপনি কী বোঝাতে চেয়েছেন? নাকি Surely লিখতে চেয়েছেন? মাথা ঠাণ্ডা করুন, আর পরের বার ইংরেজিতে কিছু লিখতে হলে ভালো করে পড়ে নেবেন।’

দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়