শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতেও খোলা থাকবে তাজমহল

রাশিদ রিয়াজ : ভারতে জ্যোৎস্না রাতে শ্বেত মর্মরের তৈরি তাজমহল দেখার সৌভাগ্য হবে এবার অনেকের। পর্যটকদের আকর্ষণ বাড়াতে ভারত সরকার রাতেও তাজমহল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার ছাড়া সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারতের আগ্রায় মোঘল বাদশাহ শাহজাহানের অমর কীর্তি, তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের সমাধি সৌধ দেখতে প্রতিদিন ৫০ জনের করে চারটি দল তাজমহল দেখার সৌভাগ্য অর্জন করেন। সারাবিশ^ থেকে লাখ লাখ দর্শক তাজমহর দেখতে আসেন। ১৯৮৩ সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। মিরর

ভারতের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল জানান, রাতে তাজমহলের সৌন্দর্য দেখতে দেশ-বিদেশ থেকে অনেক অনুরোধ পাচ্ছি। আমরা এ বাস্তবতাকে উপেক্ষা করতে পারি না। বরং সন্ধ্যার পর আলোকমালায় দর্শণার্থীদের আরো কিভাবে উল্লসিত করে তোলা যায় সেই ভাবনা হচ্ছে। তবে কিছু বাধ্যবাধকতার কথা স্বীকার করে তিনি বলেন, প্রতি মাসে মাত্র ৫টি পূর্ণ জোৎস্না রাত পাওয়া যায়। এবং এধরনের দুটি রাতের পর দুটি রাতের পর ফের পূর্ণ জোৎস্নার আরো দুটি রাতের অপেক্ষা করতে হয়। রাতের জন্যে নির্ধারিত টিকিট কেটে তাজমহল দেখতে যেতে হবে। এবং দিনের নির্ধারিত সময় শেষ হয়ে গেলে রাতের জন্যে অবশ্যাই বাড়তি টিকিট কিনতে হবে। তাজমহলে প্রচণ্ড ভীড় সামলানোর জন্যেও এ ধরনের ব্যবস্থা নেয়ার আরেক কারণ বলে ভারতীয় এই মন্ত্রী জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়