শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১২ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্দান্ত শুরু করে ফিরে গেলেন শান্ত ও লিটন (সরাসরি)

শিউলী আক্তার : ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে টস হেরে ব্যাটিং নেমেছে বাংলাদেশ। শুরুটা দুর্দান্ত করেছে লিটন কুমার দাস ও নাজমুল হাসান শান্ত। ৪ ওভার ৫ বল খেলে ৪৯ রানের জুটি করে ফেরেন শান্ত। এর ৬ রানের মাথা দ্বিতীয় উইকেটের পতন হয় বাংলাদেশের। ঝড় তুলা লিটন ফিরে যান ৫৫ রানে। মাত্র ২২ বল মোকাবেলা করে ৩৮ রান করেন লিটন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬ ওভার ৩ বলে ৬০ রান। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ক্রিজে আছেন।

প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে শুভ সূচনা করেছিলো বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে হেরে ফাইনালের অপেক্ষা বাড়ে সাকিববাহিনীদের। আজ দ্বিতীয় দফায় চট্টগ্রাম জুহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে আবারও হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে টস হেরে ব্যাটিংয়ে করছে বাংলাদেশ।

এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অভিষেক হচ্ছে স্পিন বোলিং অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব এবং নাজমুল হোসেন শান্তর। তাছাড়া স্কোয়াডে ঢুকেই একাদশে ফিরেছেন পেসার শফিউল ইসলাম।

একাদশ থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান, তাইজুল ইসলাম। এর আগে স্কোয়াড থেকেই ছিটকে গেছেন ওপেনার সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক) মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আমিনুল ইসলাম বিপ্লব, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান

জিম্বাবুয়ে একাদশ : ব্রেন্ডন টেইলর, হ্যামিলন্টন মাসাকাদজা (অধিনায়ক) ক্রিগ এরভিন, শন উইলিয়ামন, টিনোটেন্ডা মুতোম্বোজি, রায়ান বার্ল, রেগিস চাকাবা, নেভিল মাদজিভা, কাইল জার্ভিস, এইন্সলি এদুলুভু ও টেন্ডাই চাতারা।

ম্যাচটি সরাসরি.....

  • সর্বশেষ
  • জনপ্রিয়