শিরোনাম
◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৫৫ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ভাবি নির্যাতনের অভিযোগ থেকে মুক্তি পেলেন যুবরাজ

স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং ও তার পরিবারের বিরুদ্ধে চার বছর আগে নারী নির্যাতনের মামলা করেছিলেন তার ভাবি আকাঙ্খা শর্মা। তার উপর স্বামী জোরাভর সিং, শাশুরি শবনম সিং এবং যুবরাজ মানসিক ও অর্থনৈতিক অত্যাচার করে বলে অভিযোগ করে মামলা করেছিলেন দেশটির জনপ্রিয় শো বিগ বস ১০-এর প্রতিযোগী আকাঙ্খা। অবশেষে সেই অভিযোগ থেকে মুক্তি পেলেন যুবরাজ ও তার পরিবার।

শুধু তাই নয়, যুবরাজের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছিলেন তিনি। ভাই ও শাশুড়ির সঙ্গে চক্রান্ত করে যুবরাজও মানসিকভাবে অত্যাচার করতেন বলে অভিযোগ করেছিলেন আকাঙ্খা। মামলা আদালতে গড়ায়। সেই মামলাতেই এবার স্বস্তি পেলো যুবির পরিবার।

আইনি টানাপোড়েনের পর আকাঙ্খা ও জোরাভারের বিবাহ বিচ্ছেদের রায় দিয়েছে আদালত। এরপরই সিং পরিবারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা তুলে নেন আকাঙ্খা। সেই সঙ্গে যুবি, জোরাভরের কাছেও ক্ষমা চেয়ে নেন তিনি।

আকাঙ্খা সংবাদমাধ্যমেকে জানিয়েছেন, ‘আদালত বিবাহ বিচ্ছেদের সম্মতি দিয়েছে। জোরাভার ও যুবরাজ সিংয়ের বিরুদ্ধে আমি আমার অভিযোগ প্রত্যাহার করছি।’

তিনি যুবরাজের পরিবারের কাছে ক্ষমা চেয়ে বলেন বলেন, ‘অভিযোগের কারণে যুবরাজ বা তার পরিবারের কোনও ধরনের সম্মানহানি হয়ে থাকলে দুঃখিত।’

এমন অভিযোগ করা সবচেয়ে বড় ভুল ছিলো বলে স্বীকার করেছেন আকাঙ্খা। আদালতের বাইরে যুবি ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করেছেন অভিযোগকারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়