শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৩০ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৫০ জন, ঢাকার বাইরেই ৫১৩ জন, বৃষ্টি বাড়ায় সতকর্তা বাড়ানোর পরামর্শ

তাসকিনা ইয়াসমিন: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৭৫০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫১৩ জন। শুধু ঢাকায় আক্রান্ত হয়েছেন ২৩৭ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইর্মাজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৩৬৭ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ৭৬ হাজার ১৪১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগী আছে তিন হাজার ২৯ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী এক হাজার ৩৫৫ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী এক হাজার ৬৭৪ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পিরোজপুরে ১৩ জন, পাবনায় ১৩ জন, কুষ্টিয়ায় ৩৬ জন, যশোরে ৬৯ জন, ঝিনাইদহে ১৬ জন, সাতক্ষীরায় ১৭ জন, ঢাকায় ১০ জন, মানিকগঞ্জে ৩১ জন, টাঙ্গাইলে ১২ জন, ফরিদপুরে ১৪ জন, চাঁদপুরে ৯ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সকলকে সতর্ক থাকতে হবে, যেন কাউকে এডিস মশা না কামড়াতে পারে। এজন্য নিজের বাড়ি ও কর্মস্থল মশামুক্ত রাখতে হবে।

তিনি জানান, ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও সেখানকার হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরাই চিকিৎসা দেবেন। নতুন কোনো চিকিৎসক নিয়োগ দেয়ার সুযোগ নেই।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৯৭ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে আইইডিসিআর ১০১ জনের মৃত্যু পর্যালোচনা সম্পন্ন করে ৬০ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়