শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৩০ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৫০ জন, ঢাকার বাইরেই ৫১৩ জন, বৃষ্টি বাড়ায় সতকর্তা বাড়ানোর পরামর্শ

তাসকিনা ইয়াসমিন: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৭৫০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫১৩ জন। শুধু ঢাকায় আক্রান্ত হয়েছেন ২৩৭ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইর্মাজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৩৬৭ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ৭৬ হাজার ১৪১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগী আছে তিন হাজার ২৯ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী এক হাজার ৩৫৫ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী এক হাজার ৬৭৪ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পিরোজপুরে ১৩ জন, পাবনায় ১৩ জন, কুষ্টিয়ায় ৩৬ জন, যশোরে ৬৯ জন, ঝিনাইদহে ১৬ জন, সাতক্ষীরায় ১৭ জন, ঢাকায় ১০ জন, মানিকগঞ্জে ৩১ জন, টাঙ্গাইলে ১২ জন, ফরিদপুরে ১৪ জন, চাঁদপুরে ৯ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সকলকে সতর্ক থাকতে হবে, যেন কাউকে এডিস মশা না কামড়াতে পারে। এজন্য নিজের বাড়ি ও কর্মস্থল মশামুক্ত রাখতে হবে।

তিনি জানান, ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও সেখানকার হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরাই চিকিৎসা দেবেন। নতুন কোনো চিকিৎসক নিয়োগ দেয়ার সুযোগ নেই।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৯৭ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে আইইডিসিআর ১০১ জনের মৃত্যু পর্যালোচনা সম্পন্ন করে ৬০ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়