শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো ◈ ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস ◈ ওসমান হাদি সংকটাপন্ন, বাবার জন্য অবুঝ শিশুর আকুতি জাতীয় নিরাপত্তা প্রশ্নে নতুন আলোচনার জন্ম দিল ◈ তফসিল ঘোষণার পর বিএন‌পি ও জামায়াতসহ রাজনৈতিক দলগুলো কী অবস্থায় আছে?  ◈ নভেম্বর মাসে বিএনপি নেতার ওপর হামলার বিচার হলে হয়তো এ ঘটনা ঘটতো না: সালাউদ্দিন  ◈ আইসিইউতে হাদি, অপরদিকে নলছিটিতে তার বাড়িতে চুরি, তদন্তে পুলিশ ◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:০৬ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুুলে ও ফসলে কাদা-মাটি-জলে টলোমলো করে পরিহাস!

শেখ বাতেনের ফেসবুক থেকে: আপনার যদি কাউকে বিয়ে করতে ইচ্ছে হয় কী করবেন? যদি আর একজনের স্ত্রী হয়, কিংবা সন্তানের মা হয়, কী করবেন? তো তাকে ধরে এনে ধর্ষণ করেন। একটা পরিত্যক্ত জায়গা বা ঘর-টর হলে ভালো হয়। ২/৩ দিন আটক রেখে বারবার ধর্ষণ করেন। তারপর পাবনার ওসি ওবাইদুল হকের মতো কাউকে দরকার হবে আপনার।, তিনি বিয়ে পড়াবার আয়োজন করে দেবেন ঠিকমত। এটাও একটা তরিকা।

পনর বছর ম্যাজিস্ট্রেটগিরি করে জানি, ধর্ষনের অপরাধ হয় শুধু
ধর্ষিতা নারীর বিরুদ্ধে নয়, সকল নারীর বিরুদ্ধে, এ অপরাধ রাষ্ট্রের বিরুদ্ধে। এটাই আইনের আক্কেলজ্ঞান, শুদ্ধ ভাষায় আমরা যাকে বলি জুরিসপ্রুডেন্স। তাই আদালতে ধর্ষনে মামলা নন-কমপাউন্ডিং। এর মানে আপনি ধর্ষিতাকে আপোষ করালে অপরাধ হবে। ধর্ষিতা নিজে চাইলেইও তা করতে পারেন না। এমনকি হাইকোর্টও অনুমতি দিতে পারে না। তবে কোনো কোনো পুলিশের লোক অনায়াসে থানার বসে নিজেরা তা তৈরি করতে পারে- আইন ও জুরিসপ্রডেন্স তোয়াক্কা নেই । তারা ধর্ষণের অভিযোগ থেকে ধর্ষকে রেহাই দেবার জন্য বিয়ে পড়িয়ে দেন। ৮/১০ টি নষ্ট উপায়ের মধ্যে সবচেয়ে কার্যকরী হলো বিয়া, ধর্ষিতাকে রাজী করানো। এরপর তো স্বামী স্ত্রীর সম্পর্ক। এডামেন্ট জাজ হলেও এই মামলার চালানো যায় না। তারপর সবাই ভুলে গেলে,শোরগোল থেমে গেলে, সুযোগমত উষ্টা দিযে বিদায় করে দেন বাংলার একাত্তরখ্যাত এলোকেশী সিম্বলের ধর্ষিতা বধুকে। মামলাও শেষ, ধর্ষনও সফল। এবার এই লোক দ্বিতীয় ধর্ষণের প্রস্তুতি নিতে পারে, অনায়াসে। ধর্ষনের স্কোর বাড়তে থাকবে আপনার দেশে। আমি সরকার দলীয় পরিচয়ধারী ওই ধর্ষক ও পাবনা থানার ওই ওসিকে এই ক্রিয়েটিভ কাজের জন্য যৌথ পুরস্কার ঘোষনার দাবি করছি।

নিশ্চয়ই এই উদ্দেশ্যে আমি ও আমরা ভোররাতে মধ্যরাতে রাইফেল হাতে নারী ও দেশের ইজ্জত রক্ষার জন্য একটা মুক্তিযুদ্ধ করেছিলাম- তাই নয় কি জনাব?

এ কি অভূতপূর্ব অধঃপতনে পাঁচ দশকের ইতিহাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়