আসিফুজ্জামান পৃথিল : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জানান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে পারে এই বৈঠক। এসময় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও নিউইয়র্কে উপস্থিত থাকবেন। পম্পেও জানান, এই বৈঠকে কোনো ধরণের পূর্বশর্ত থাকবে না। সিএনএন
এক সংবাদ সম্মেলনে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীসহ আরো কিছু ইরানি সংস্থার উপর নতুন করে অবরোধের ঘোষণা দেয়ার সময় এসব কথা বলেন পম্পেও। পম্পেও জানান রুহানির সঙ্গে কোনো ধরণের শর্ত ছাড়াই দেখা করতে ট্রাম্প সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। সেপ্টেম্বর মাসের শেষ দিকে ট্রাম্প ও রুহানি উভয়েই জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন।
এই সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন ম্যুঁচিন বলেন বোল্টন না থাকায় ইরানের হয়ে সুপারিশ করার আর কেউ নেই। তাই মধ্যপ্রাচ্যের দেশটির উপর চাপপ্রয়োগ আরো সহজ হবে। তিনি জানান ইরানকে পরমাণু অস্ত্র নির্মান থেকে বিরত রাখতে সবরকমের ইদ্যোগ নিবে যুক্তরাষ্ট্র। এরমধ্যে রয়েছে সামরিক ও অর্থনৈতিক চাপ, অবরোধসহ নিত্যনতুন আরো উদ্যোগ।
তবে গত মাসেই রুহানি জানিয়ে রেখেছিলেন, ইরানের উপর আরোপিত অবরোধগুলো প্রত্যাহার হওয়ার আগে কোনো ধরণের আলোচনা হবে না। সম্পাদনা : খালিদ আহমেদ