শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৪৮ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসম্মতি জানানো ক্রিকেটারদের ছাড়াই পাকিস্তান সফরের দল ঘোষণা শ্রীলঙ্কার

আক্তারুজ্জামান : বেশ কিছুদিন ধরেই বিশ্ব ক্রিকেটাঙ্গনের নজর ছিলো এই সফরের ওপর। কেননা শ্রীলঙ্কা বোর্ড যাচ্ছে দল পাকিস্তান সফরে যাক। কিন্তু দলের সিনিয়র ১০ ক্রিকেটার পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে শুরু হয় ঝামেলা। তবে অনেক আলোচনা-সমালোচনার মধ্যে দিয়েই পাকিস্তান সফরের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। অসম্মতি জানানো ক্রিকেটারদের ছাড়া লাহিরু থিরিমানেকে অধিনায়ক করে ওয়ানডে ও দাসুন শানাকাকে অধিনায়ক করে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে লঙ্কান বোর্ড। ক্রিকইনফো।

নিরাপত্তা শঙ্কায় ওয়ানডে ও টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক ‍দিমুথ করুণারত্নে ও লাসিথ মালিঙ্গা পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করেছেন। তাদের সঙ্গে আরও ৮ ক্রিকেটার যেতে চাননি পাকিস্তানে। এই ক্রিকেটারকে বাদ রেখেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

সদ্য ঘোষিত ১৫ সদস্যের ওয়ানডে দলে নতুন মুখ ২৪ বছর বয়সী ব্যাটসম্যান মিনোদ ভানুকা। আর শানাকাকে অধিনায়ক করে ঘোষিত টি-টোয়েন্টি দলে ভানুকার সঙ্গে নতুন মুখ অলরাউন্ডার ভানুকা রাজাপাকশে।

পাকিস্তান সফরে ২৭, ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর করাচিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এরপর লাহোরে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড : লাহিরু থিরিমানে (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, অভিষ্কা ফার্নান্ডো, ওশাদা ফার্নান্ডো, শেহান জয়াসুরিয়া, দাসুন শানাকা, মিনোদ ভানুকা, অ্যাঞ্জেলো পেরেরা, ভানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, লাকশান সান্দাকান, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, কাসুন রাজিথা।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড : দাসুন শানাকা (অধিনায়ক), দানুস্কা, গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, অভিষ্কা ফার্নান্ডো, ওশাদা ফার্নান্ডো, শেহান জয়াসুরিয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ভানুকা রাজাপাকশে, মিনোদ ভানুকা, লাহিরু মাধুশানকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, কাসুন ‍রাজিথা, লাহিরু কুমারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়