শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:২৪ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচারকরা মুক্ত মনে কাজ করতে পারছেন না, অভিযোগ মওদুদের

শিমুল মাহমুদ : স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেড় সপ্তাহ থেকে আজ দেড় বছর হতে চললো, বেগম খালেদা জিয়া জেলখানায়। তার একটি মাত্র কারণ, রাজনৈতিক প্রভাবের কারণে আদালতে বিচারকরা মুক্ত মনে কাজ করতে পারছেন না। আর এ কারণের আইনি প্রক্রিয়ায় তাকে মুক্ত করা যাচ্ছে না।

বুধবার (১১ সেপ্টেম্বর)জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, আমরা আইনি এই লড়াই চালিয়ে যাবো। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সারাদেশে আন্দোলনের পথ বেছে নিয়ে কর্মসূচী দিতে হবে। একমাত্র রাজপথে আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়ার মুক্তি অর্জন করা যাবে।

স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের মনে হয় বেশিদিন মানববন্ধন চলবে না। আমাদেরকে দানববন্ধন কর্মসূচি দিতে হবে। রাজনীতিবিধদের আদালত আনুষ্ঠানিকতা মাত্র। খালেদা জিয়ার মতো নেত্রীর মুক্তি আন্দোলনের উপর নির্ভর করে বসে থাকা অসম্মানজনক।

তিনি বলেন, যে আদালত নিজে চলতে পারেন না, নিজের চিন্তা ভাবনা প্রয়োগ করেতে পারেন না, যে আদালত প্রধানমন্ত্রীর নির্দেশনার বাইরে এক কদম হাটতে পারেন না, সে আদালদের উপরনির্ভরশীলতা আর খালেদা জিয়াকে আদালতে রাখা একই কথা।

তিনি বলেন, আমরা যদি মনে করি বেগম খালেদা জিয়ার মুক্তিতে সরকার একমাত্র বাধা তাহলে সরকারের পতনের আন্দোলনই আগে করবো। তারপর খালেদা জিয়া স্বাভাবিকভাবেই মুক্ত হয়ে আসবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়