শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের সঙ্গে লড়াই করে হারলো বাংলাদেশ

আক্তারুজ্জামান : যতটা খারাপ আশা করেছিলো সবাই, ততটা খারাপ করেনি জামাল ভূঁইয়ার দল। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ যৌথ বাছাইপর্বের ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় শক্তিশালী আফগানিস্তানের কাছে ১–০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচের ২৭ মিনিটে আফগানিস্তানের পক্ষে গোল করেন ফারসাদ নুর।

তাজকিস্তানের মাঠ হলেও আফগান দর্শকদের উপস্থিতিই জানান দিচ্ছিলো মাঠের ১১ জন ছাড়াও গ্যালারীর দর্শকদের সাথে এক মনস্তাত্ত্বিক লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে। ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য দেখাতে থাকে আফগানিস্তানের খেলোয়াড়রা। শারীরিকভাবে বাংলাদেশী খেলোয়াড়দের চেয়ে অনেক বেশি শক্তিশালী আফগানরা শুরু থেকেই নিজেদের সক্ষমতার জানান দিচ্ছিলো। বল বাংলাদেশের খেলোয়াড়দের পায়ে গেলেই শারীরিকভাবে শক্তিশালী হওয়ার সুবিধা নিচ্ছিলো আফগানরা।

বল পজিশন ধরে রেখে বার বার বাংলাদেশের রক্ষনদূর্গে হানা দেয় আফগানিস্তানের খেলোয়াড়রা। অনেকগুলো সুযোগও তৈরি হয়। ম্যাচের ২২ মিনিটে মাথায় আফগানিস্তানের একটি জোড়ালো আক্রমন ভেস্তে দেন বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তবে তাদের বেশিক্ষন আটকে রাখা সম্ভব হয়নি। ম্যাচের ২৭ তম মিনিটে লিড পায় আফগানরা। ফ্রি কিক থেকে উড়ে আসা একটি বল বক্সে থাকা আফগান অধিনায়ক ফারসাদ নূর মাথা ছোয়ালে বল গিয়ে জালে জড়িয়ে যায়।

গোল পেয়ে আরো আক্রমনাত্মক হয়ে উঠে আফগানিস্তানের খেলোয়াড়রা। দুই উইং ব্যবহার করে বাংলাদেশের ডি বক্সে বল পাঠায় তারা। তবে আক্রমনভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় গোলের দেখা পায়নি তারা। পক্ষান্তরে বলায় মতো কোন আক্রমনই করতে পারে নি বাংলাদেশ। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় জেমি ডে’র শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিছুটা খোলস ছেড়ে বের হয় বাংলাদেশের ফুটবলাররা। ম্যাচের ৫৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া জামালের শট রুখে দেন আফগান গোলরক্ষক। এর এক মিনিটের মধ্যেই প্রতি আক্রমন থেকে গোল করার সুযোগ তৈরি করে আফগানিস্তান। তবে এ যাত্রায় বাংলাদেশের ত্রাতা হন গোলরক্ষক রানা। বা দিকে ঝাপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে তিনি দলকে রক্ষা করেন। এরপর ফ্রি কিক ও লম্বা থ্রো ইন থেকে বাংলাদেশ কয়েক দফা চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি। আফগানিস্তানও দ্বিতীয়ার্ধে কিছুটা স্বাভাবিক ফুটবল খেলতে ব্যর্থ হয়। এতে করে ম্যাচে আর কোন গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ অক্টোবর এশিয়ার শক্তিশালী দেশ ও বিশ্বকাপ ২০২২ এর আয়োজক কাতারের বিপক্ষে ঘরের মাঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়