শিরোনাম
◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসাম ভারতের ভূ-রাজনৈতিক খেলার অংশ?

আজম খান : আমি মনে করি না, আসামের জীবনমান, আয়, বাংলাদেশের চাইতে ভালো। বাংলাদেশে একজন শ্রমিক দৈনিক মজুরি ৩০০-৪০০ টাকা এখন এমনিতেই পায়। শহরে সেইটা আরও বেশি। আসামে বড়জোর এটার কাছাকাছি হবে। বেশি হওয়ার প্রশ্নই আসে না। বাংলাদেশ থেকে অনেক হিন্দুরা নির্যাতিত হয়ে ভারতে গেছেন। তাদের কেউ কেউ আসামে থাকতে পারেন। যদি ভারত সরকার পর্যাপ্ত প্রমাণ দিতে পারে তবে তাদের বাংলাদেশ সরকার প্রমাণ সাপেক্ষে ফিরিয়ে আনুক এবং পুনর্বাসনের ব্যবস্থা করুক। এইছাড়া আমি আসামে কোনো বাংলাদেশি আছে বলে বিশ্বাস করি না। বাংলাদেশ ভারত-জাপানের কারণে চীনকে দেয়া গভীর নৌ-সমুদ্র বন্দরের কার্যাদেশ ফিরিয়ে নিয়েছিলো। তার প্রতিশোধ নিতে চীন তার পোঁদ বালক মিয়ানমারকে দিয়ে রোহিঙ্গা শরনার্থী পাঠিয়েছিলো। এখন ভারতও বাংলাদেশকে শরনার্থী পাঠানোর হুমকির মুখে রেখে বাংলাদেশে নিজের একতরফা ভূ-রাজনীতির ষোলোকলা পূর্ণ করতে চাইছে।

এই দুটো শরণার্থী সংকটই এই অঞ্চলের দুই বড় দেশের ভূ-রাজনীতির লড়াইয়ের ফলাফল। তাদের সবার কথা, ছোট বাংলাদেশ আমার পক্ষে একতরফা নেই কেন! এই হইলো এই জমানার নব্য ঔপনেবিশকতার চরিত্র। অবশ্য বাংলাদেশের ছাগলদের মতে বাংলাদেশ ভারতের পকেটে ঢুকে বসে আছে। যদি ঢুকেই বসে থাকতো তবে আজকে এই সংকট দেখতে হইতো না। যাই হোক, এখন একটাই দাবি সীমান্ত বিশেষ করে সিলেট সীমান্ত পুরাপুরি সিল করে দেয়া হোক। যদি কাউকে ফেরত আনতে হয় তবে সেটা হতে হবে যথাযথ প্রমাণের ভিত্তিতে। দুই দেশ যৌথভাবে একটা কমিটি করে সেসব যাচাই বাছাই করতে পারে। তবে সেক্ষেত্রে বাংলাদেশের সদিচ্ছা আর ভারতের সৎ সাহসটা এখানে গুরুত্বপূর্ণ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়