শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০২ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজবুল্লাহ-ইসরাইল পাল্টা গোলাগুলি, তেলআবিবের ‘হাইএ্যালার্ট’এবং লেবাননের দাঁতভাঙ্গা জবাব দেয়ার অঙ্গীকার

রাশিদ রিয়াজ : শুরুটা হয় ইসরাইলী আক্রমণে সিরিয়ায় দুই হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যুকে নিয়ে। এরপর লেবাননে ইসরাইলের ড্রোন আক্রমণের পর হিজবুল্লাহ প্রধান ঘোষণা দিয়ে বসেন তেলআবিবকে এসব হামলার মূল্য দিতে হবে। তারপর এই প্রথমবারের মত হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হানে উত্তর ইসরাইলের সামরিক যানের ওপর। এতে সামরিক যানটি ধ্বংস এবং হতাহতের ঘটনা ঘটে। এরপর তেলআবিব ‘হাইএ্যালার্ট’ জারি করে। ওই এলাকায় কৃষিকাজও বন্ধ ঘোষণা করেছে ইসরাইল। একই সাথে ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননে ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ করে। লেবাননের প্রতিরক্ষামন্ত্রী ইলিয়াস বোসাব বলেছেন, তার দেশের সেনাবাহিনী ইসরাইলের যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেবে। টাইমস অব ইসরাইল/আলহায়াত/প্রেসটিভি/ইসরাইল ন্যাশনাল নিউজ/মায়দিন

হিজবুল্লাহর হামলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টেলিফোনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও একজন শীর্ষ মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। ম্যাক্রোঁকে কথা বলার জন্যে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি অনুরোধ করেন। টাইমস অব ইসরাইল জানায় ইসরাইলের উত্তরাঞ্চলের আভিভিম ও কিববুৎজ ইয়িরনে হিজবুল্লাহ আঘাত হানে। এর জবাবে ইসরাইলি জঙ্গি বিমানগুলো দক্ষিণ লেবাননের অন্তত ৫০টি স্থানে গোলাবর্ষন করে।

লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রোববার ইসরাইলের আভিভিম সামরিক ঘাঁটির সড়কে রাখা দুটি সামরিক যানের একটি সম্পূর্ণ ধ্বংস হয় এবং অপরটিতে আগুন ধরে যায়। এসময় গাড়িতে থাকা ইসরাইলি সেনারা হতাহত হয়েছে। কিন্তু হতাহতের ঘটনা স্পষ্ট নয় বলে জানিয়েছে ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, লেবানন সীমান্ত থেকে ইসরাইলের চার কিলোমিটার ভেতরে একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার পর স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করার পাশাপাশি একটি উন্মুক্ত আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া আরো হামলার আশঙ্কায় সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে ইসরাইলির সেনাবাহিনীকে। এছাড়া, সামরিক বাহিনীর একটি প্রশিক্ষণও স্থগিত করেছে ইসরাইল।
এদিকে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসরাইলের হামলার জবাব দেয়ার প্রতিশ্রুতি অনুযায়ী ইসরাইলের সেনা বহরে হামলা চালানো হয়েছে। ২০০৬ সালের পর ইসরাইলের ভেতরে হিজবুল্লাহ প্রথম হামলা চালালো। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে গত সপ্তাহে ইসরাইল হিজবুল্লাহর দুই যোদ্ধাকে হত্যা করে। এরপর বৈরুতে হিজবুল্লাহর একটি ভবনে গত ২৫ আগস্ট ড্রোন হামলা চালায় ইসরারাইল।

লেবাননের প্রতিরক্ষামন্ত্রী বোসাব আল আহাদকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রতিটি সংকটের মধ্য দিয়ে লেবানন প্রতিরোধকামী সংগঠন, শক্তিশালী প্রেসিডেন্ট এবং বিচক্ষণ কর্মকর্তাদের ছত্রছায়ায় আরো শক্তিশালী হচ্ছে। এ বিষয়টি এখন সবার কাছেই দৃশ্যমান। ইসরাইলের উচিত এ থেকে শিক্ষা নেয়া।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক কেভিন ব্যারেট বলেছেন, ইসরাইলের দর্প চূর্ণ করে দিয়েছে হিজবুল্লাহ। কারণ ইসরাইল ইচ্ছা করলেই লেবাননের উপর হামলা চালাতে পারবে না। সম্ভবত ইসরাইলের নর্দান ডিভিশনের কমান্ডার নিহত হয়েছেন। কেভিন বলেন, হিজবুল্লাহ ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুর ওপর আঘাত হেনেছে কোনো বেসামরিক অবস্থানের ওপর নয়। কেভিনের সঙ্গে প্রেসটিভিকে দেয়া সাক্ষাতকারে নিউইয়র্কভিত্তিক লেখক ও রাজনৈতিক ভাষ্যকার নাসির আল-কামারি বলেন, হিজবুল্লার হাতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম ৯০ কিলোমিটার পাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরাইলের জন্য মারাত্মক হুমকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়