শিরোনাম
◈ হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি নিহত ◈ রাইসির নিখোঁজ নিয়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া ◈ দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:০১ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাদশে সুযোগ পেলে ভালো খেলবেনই, কঠিন প্রত্যয় তাসকিন-মিরাজের

আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট সিরিজ খেলতে গতকাল সন্ধ্যায় চট্টগামে পৌঁছেছে বাংলাদেশ দল। এদিন বিকাল ৫টায় ঢাকা ছেড়েছেন তারা।

সাকিব আল হাসানের নেতৃত্বে ১৫ সদস্যের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহম্মেদ। দলে সুযোগ পেয়ে দারুণ আনন্দিত ডানহাতি এই পেসার।

ঢাকা ছাড়ার আগে তাসকিন সংবাদমাধ্যমকে জানান, সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবেন তিনি।

তাসকিন বলেন, ‘সুযোগ পেয়েছি, চেষ্টা করবো সেরাটা দেয়ার। আমি খুবই এক্সাইটেড যে অনেকদিন পর সুযোগ পেয়েছি। সবাই দোয়া করবেন যেনো সুযোগ পেলে সুস্থ থেকে ভালো খেলতে পারি।’

বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নিজেদের শতভাগ দেয়ার কথা জানিয়ে ঢাকা ছেড়েছেন। সেরাটা দিতে পারলে আফগানদের বিপক্ষে ভালো সুযোগ থাকবে বলে মনে করেন তিনি।

মিরাজ বলেন, ‘আমরা চেষ্টা করবো শতভাগ দেয়ার। আর দেশের মাটিতে খেলা হচ্ছে, এটি ইতিবাচক। আমরা যদি আমাদের সর্বোচ্চটা দিতে পারি তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে।’

প্রসঙ্গত, জাতীয় দলে মেহেদি হাসান মিরাজ নিয়মিত হলেও ইনজুরির কারণে অনেক দিন ধরে একাদশে খেলতে পারছেন না তাসকিন আহম্মেদ। এর মাঝে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজে স্কোয়াডে জায়গা পেলেও একাদশে ছিলেন না।

এছাড়া ২০১৭ সালে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলন এই পেসার। তাই সাদা পোশাকে মাঠে নামার অপেক্ষাটা একটু বেশিই। নিজেকে উজাড় করে দিতে চান তিনি।
সম্পাদনা : মারুফুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়