নিউজ ডেস্ক : উখিয়ার কুতুপালং হিন্দু রোহিঙ্গা শিবির এলাকায় বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. শফিউল আলম (৪২) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। শফিউল লম্বাসিয়া রোহিঙ্গা শিবিরের মো. নবী হোসেনের ছেলে। বাংলানিউজ
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, ওই এলাকায় মাদকবিক্রেতারা ইয়াবা বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ রোহিঙ্গা শফিউলকে আটক করা হয়।
এএসপি মাহমুদুল জানান, তাকে ইয়াবাসহ থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে । সম্পাদনা: সুতীর্থ