শিরোনাম
◈ রাইসির নিখোঁজ নিয়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া ◈ দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ১২:৩৩ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় অভিষেক না হয়েও বিরল রেকর্ড গড়লেন সাক্সেনা

স্পোর্টস ডেস্ক : ভারতের অলরাউন্ডার জালাজ সাক্সেনা বয়স ৩৩ বছরের কাছাকাছি হলেও এখনো জাতীয় দলে অভিষেক হয়নি। কিন্তু জাতীয় দলে না খেললেও প্রথমশ্রেণিতে খেলে বিরল রেকর্ড গড়েছেন তিনি। ৬ হাজারের বেশি রান ও ৩০০ বেশি উইকেটের মালিক তিনি। এই কীর্তিতে এর আগে নাম লিখিয়েছেন ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেব, কিংবদন্তি লালা অমরনাথ আর সাবেক গ্রেট পল্লী উমরিনগান।

দুলীয় ট্রফিতে মুখোমুখি হয় ইন্ডিয়া ব্লু আর ইন্ডিয়া রেড। সেখানে ইন্ডিয়া ব্লুর জার্সিতে দুই ইনিংসে ৭ উইকেট নেন সাক্সেনা। তাতে তার উইকেটের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০৫টি। জাতীয় দলের জার্সিতে কখনো খেলার সুযোগ না পাওয়া কেরালার এই অলরাউন্ডার প্রথমশ্রেণির ম্যাচ খেলেছেন ১১৩টি। ১৮০ ইনিংসে ব্যাট হাতে করেছেন ৬০৪৪ রান। যেখানে তার দখলে আছে ১৪টি সেঞ্চুরি আর ৩০টি ফিফটি। ব্যাটিং গড় ৩৭.৩০।

কপিল দেব তার ক্যারিয়ারে ২৭৫টি প্রথমশ্রেণির ম্যাচের ৩৮৪ ইনিংসে করেন ১১৩৫৬ রান, যেখানে তার সেঞ্চুরির সংখ্যা ১৮টি। বল হাতে সাবেক এই বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক নিয়েছেন ৮৩৫টি উইকেট। জাতীয় দলের হয়ে কপিল টেস্ট খেলেছেন ১৩১টি, ওয়ানডে ২২৫টি। লালা অমরনাথ জাতীয় দলের হয়ে ২৪টি টেস্ট খেললেও ওয়ানডে খেলার সুযোগ পাননি। প্রথমশ্রেণির ১৮৬ ম্যাচের ২৮৬ ইনিংসে করেছেন ১০৪২৬ রান, যেখানে সেঞ্চুরির সংখ্যা ৩১টি। আর বল হাতে উইকেট নিয়েছেন ৪৬৩টি। এদিকে, ভারতের হয়ে ৫৯টি টেস্ট খেললেও ওয়ানডে খেলা হয়নি উমরিনগানের। প্রথমশ্রেণির ২৪৩ ম্যাচের ৩৫০ ইনিংসে ৪৯টি সেঞ্চুরিতে করেছেন ১৬১৫৫ রান আর বল হাতে নিয়েছেন ৩২৫টি উইকেট।

গত বছর আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে ছিলেন সাক্সেনা। তাকে ২০ লাখ ভারতীয় রূপিতে কিনেছিলো দিল্লির দলটি। তার আগে খেলেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসে। এছাড়া, আরও দুটি দলে খেলেছিলেন এই অলরাউন্ডার। মুম্বাই ইন্ডিয়ান্স আর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে দেখা গেছে তাকে। আরও একটি রেকর্ডের কারণে সাক্সেনাকে এগিয়ে রাখা যায়। তিনিই একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি এক ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি নিয়েছিলেন আটটি উইকেট। তাও আবার একটি ম্যাচে না, দুটি ম্যাচে এই কীর্তি দেখিয়েছিলেন সাক্সেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়