শিরোনাম
◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯, ০১:১৩ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০১৯, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর সম্পর্কে আপনাদের অবস্থান ভুল ছিল, রাহুল গান্ধিকে বললো বিজেপি

রাশিদ রিয়াজ : ভারতের কংগেস নেতা হুল গান্ধি বলেন, তিনি “পুরোপুরি পরিষ্কার” করে দিতে চান, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং সেখানে অশান্তিতে ইন্ধন দিচ্ছে পাকিস্তান। কিন্তু জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করে দেশকে অপমান করেছেন রাহুল গান্ধি, মন্তব্য বিজেপির। তাদের অভিযোগ, কংগ্রেস নেতার মুখে রয়েছে, রাষ্ট্রসংঘে পাকিস্তানের ব্যবহার করা মন্তব্য। বুধবার সকালে ট্যুইট করে কংগ্রেস এবং রাহুল গান্ধির থকে ক্ষমা প্রার্থনার দাবি করেছেন কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভরেকড়। তিনি বলেন, “আজ রাহুল গান্ধি বলেছেন, কাশ্মীর একটি অভ্যন্তরীণ বিষয় এবং অশান্তিতে পাকিস্তানের যোগ রয়েছ, পুরোপুরি ভোলবদল, কেন? কারণ দেশ পুরোপুরি ক্রুদ্ধ”। বুধবার সকালে রাহুল গান্ধি উল্লেখ করেন, অনেক বিষয়েই সরকারের সঙ্গে তিনি ভিন্নমত পোষণ করেন, সেখানে, তিনি “পুরোপুরি পরিষ্কার” করে দিতে চান যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং সেখানে অশান্তিতে পাকিস্তানের ইন্ধন রয়েছে। প্রকাশ জাভরেকড় বলেন, জম্মু ও কাশ্মীরে যেমনটা “রাহুল গান্ধি মনে করছেন” তেমন অশান্তি নেই।

কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভরেকড় বলেন, “রাহুল গান্ধির বক্তব্য, জম্মু ও কাশ্মীরে যা হচ্ছে, তা ঠিক নয়। জম্মু ও কাশ্মীরের মানুষরা মরছে। আপনার কথা ভুল, রাহুল গান্ধি। জম্মু ও কাশ্মীরেক পরিস্থিতি পুরোপুরি ঠিক রয়েছে, আপনি যেমনটা বলছেন, তেমন কোনও অশান্তি নেই সেখানে। মানুষ মরছে না। এই মন্তব্য ব্যবহার করছে পাকিস্তান। রাহুল গান্ধির করা মন্তব্য রাষ্ট্রসংঘে ব্যবহার করেছে পাকিস্তান। তাদের আবেদনে বলা হয়েছে, হিংসার ঘটনা স্বীকার করেছেন রাহুল গান্ধির মতো মুলধারার রাজনৈতিক নেতা”।

জম্মু ও কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘে, পাকিস্তানের মন্ত্রী শিরিন মাজারির আবেদনের প্রেক্ষিতে ট্যুইট করেন রাহুল গান্ধি। শনিবার কাশ্মীর যাওয়ার পথে, তাঁকে শ্রীনগর বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে ট্যুইট করেন তিনি। কংগ্রেস নেতা বলেছিলেন, এর দ্বারাই পরিস্কার, “জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয়”।

কংগ্রেসের তরফেও ট্যুইটে বলা হয়েছে, “জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি যদি "স্বাভাবিক" হয়, যেমনটা সরকার দাবি করছে, তাহলে রাহুল গান্ধির নেতৃত্বে সেখানে যাওয়া বিরোধীদলের প্রতিনিধি দলকে ফিরিয়ে দেওয়া হল কেন? মোদি-সরকার কী গোপন করতে চাইছে”?

বুধবার কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, দল লক্ষ্য করেছে, “জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তান সরকারের দায়ের করা আবেদনে, জোর করে রাহুল গান্ধির নাম ব্যবহার করা হয়েছে, মিথ্যার সম্ভার এবং পাকিস্তানের ছড়ানো ভুল তথ্য পরিবেশনের জন্য”।

তিনি আরও বলেন, “নিজের রাজনৈতিক ভারসাম্য হারিয়েছেন দেশের “ভুল তথ্য মন্ত্রী” প্রকাশ জাভরেকড়”। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়