শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৩:১৪ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে মোদীর আচরণ বর্বরোচিত, আফ্রিদির টুইট

স্পোর্টস ডেস্ক : সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বাতিল করেছে ভারত। মোদী সরকারের আচমকা এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। এছাড়া কাশ্মীর ইস্যুতে বিভিন্ন সময় পাকিস্তানি ক্রিকেটারদেরও সরব হতে দেখা গেছে।

সম্প্রতি সাবেক পাক ক্রিকেটার শহিদ আফ্রিদিও কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলেছেন। তিনি টুইট লেখেন, কাশ্মীর নিয়ে মোদীর আচরণ বর্বরোচিত। অধিকাংশ ভারতীয়ই মোদীর এ আচরণকে সমর্থন করে না বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো লেখেন, কাশ্মীরে সংঘর্ষপূর্ণ অঞ্চলে সহিংসতা ও নির্মমতা থামাতে জাতিসংঘের কাছে আমরা আরও বেশি প্রত্যাশা করি। বেশির ভাগ ভারতীয় নরেন্দ্র মোদীর বর্বরোচিত আচরণ সমর্থন করে না। কাশ্মীরে দীর্ঘস্থায়ী শান্তির সেতুবন্ধন গড়ার সময় এখনই। এই অমানবিকতা চিরতরে বন্ধ করা উচিত।

কাশ্মীর ইস্যুতে আফ্রিদি ছাড়াও এর আগে কথা বলেছেন শোয়েব আখতার ও সরফরাজসহ বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। কাশ্মীরীদের সমর্থন জানিয়েছেন তারা। এছাড়া তাদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন এসব ক্রিকেটাররা। সরফরাজ কাশ্মীরের জনগণকে ভাই সম্বোধন করে তাদের জন্য দোয়া প্রার্থনা করেন। শোয়েব আখতারকে কাশ্মীরের স্বাধীনতা কামনা করে টুইট করতে দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়