শিরোনাম
◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল ◈ ক্যাসিনোহোতা সেলিম প্রধানের প্রার্থিতা বাতিল, দিতে হবে জরিমানা

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৩:১৪ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে মোদীর আচরণ বর্বরোচিত, আফ্রিদির টুইট

স্পোর্টস ডেস্ক : সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বাতিল করেছে ভারত। মোদী সরকারের আচমকা এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। এছাড়া কাশ্মীর ইস্যুতে বিভিন্ন সময় পাকিস্তানি ক্রিকেটারদেরও সরব হতে দেখা গেছে।

সম্প্রতি সাবেক পাক ক্রিকেটার শহিদ আফ্রিদিও কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলেছেন। তিনি টুইট লেখেন, কাশ্মীর নিয়ে মোদীর আচরণ বর্বরোচিত। অধিকাংশ ভারতীয়ই মোদীর এ আচরণকে সমর্থন করে না বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো লেখেন, কাশ্মীরে সংঘর্ষপূর্ণ অঞ্চলে সহিংসতা ও নির্মমতা থামাতে জাতিসংঘের কাছে আমরা আরও বেশি প্রত্যাশা করি। বেশির ভাগ ভারতীয় নরেন্দ্র মোদীর বর্বরোচিত আচরণ সমর্থন করে না। কাশ্মীরে দীর্ঘস্থায়ী শান্তির সেতুবন্ধন গড়ার সময় এখনই। এই অমানবিকতা চিরতরে বন্ধ করা উচিত।

কাশ্মীর ইস্যুতে আফ্রিদি ছাড়াও এর আগে কথা বলেছেন শোয়েব আখতার ও সরফরাজসহ বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। কাশ্মীরীদের সমর্থন জানিয়েছেন তারা। এছাড়া তাদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন এসব ক্রিকেটাররা। সরফরাজ কাশ্মীরের জনগণকে ভাই সম্বোধন করে তাদের জন্য দোয়া প্রার্থনা করেন। শোয়েব আখতারকে কাশ্মীরের স্বাধীনতা কামনা করে টুইট করতে দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়