শিরোনাম
◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল ◈ ক্যাসিনোহোতা সেলিম প্রধানের প্রার্থিতা বাতিল, দিতে হবে জরিমানা

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ০২:৪৮ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেবাগ বললেন, বিরাট কোহলি কখনওই শচীনের রেকর্ড ভাঙতে পারবে না

এল আর বাদল : এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান। ইতিমধ্যেই তার ব্যাটে ভেঙেছে অনেক রেকড। বিশেষজ্ঞদের মতে, কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙার একমাত্র দাবিদার তিনি। কিন্তু শচীনের একটি রেকর্ড বিরাট কোহলির পক্ষে ভাঙা সম্ভব হবে না বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ।

বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘সেঞ্চুরি অফ সেঞ্চুরিজ’-এর মালিক শচীন। টেস্টে ৫১টি এবং ওয়ানডে ক্রিকেটে ৪৯টি শতরান এসেছে লিটল মাস্টারের ব্যাট থেকে। তবে ১১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতিমধ্যেই ৬৮টি সেঞ্চুরির মালিক হয়েছেন কোহলি। ভবিষ্যতে তিনি শচীনের একশোটি সেঞ্চুরিকে ছাপিয়ে যাবেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু সেঞ্চুরি নয়, টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানও মাস্টার ব্লাস্টারের দখলে। আগামী দিনে শচীনের এই রেকর্ড বিরাট ভেঙে ফেলতে পারেন বলেন মনে করেন অনেকেই।

তবে শচীনের সব রেকর্ডে ভেঙে ফেললেও বিরাটের পক্ষে শচীনের ২০০টি টেস্ট খেলার রেকর্ডে ভাঙা সম্ভব হবে না বলেই মনে করেন শেবাগ। জুন, ২০১১ কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় কোহলির। ৮ বছরেরে টেস্ট কেরিয়ারে ৭৭টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট। ২৫টি সেঞ্চুরি-সহ ৬,৬১৩ রান এসেছে কোহলির ব্যাট থেকে। কিন্তু শচীনের ২০০টি টেস্ট খেলার রেকর্ড অক্ষত থাকবে বলেই মনে করেন শেবাগ।

২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিারে বহু রেকর্ড শচীনের ব্যাটে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০টি টেস্ট খেলার নজির কেউ কোনোদিন করতে পারবে না বলে মনে করেন বীরু। তিনি বলেন, ‘এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট। যেভাবে ও সেঞ্চুরি ও রান করে যাচ্ছে, তাতে আমি নিশ্চিত ও শচীনের অনেক রেকর্ডই ভেঙে ফেলবে। কিন্তু শচীনের ২০০টি টেস্ট খেলার রেকর্ড বিরাট কেন, কেউ ভাঙতে পারবে না বলে আমি মনে করি। শচীনের পর সর্বাধিক টেস্ট খেলার রেকর্ড রয়েছে সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের। সূত্র, কলকাতা টোয়েন্টি ফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়