শিরোনাম

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯, ০৯:৪০ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০১৯, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে চামড়া বাজার ট্যানারি মালিকদের সিন্ডিকেট, ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের

মঈন মোশাররফ : সরকারিভাবে বেঁধে দেয়া সময় অনুযায়ী চলতি মাসের ১৭ তারিখ থেকে লবণযুক্ত চামড়া বেচাকেনার কথা থাকলেও সেভাবে জমজমাট হয়ে ওঠেনি বিভিন্ন জেলার চামড়ার আড়তগুলো। এদিকে ট্যানারি মালিকেদের সিন্ডিকেট ও বকেয়া টাকা না পাওয়ায় লোকসান আতংকের মধ্য দিয়ে স্বল্প পরিসরে চামড়া বেচাকেনা করছেন মৌসুমী ব্যবসায়ীরা। সময় টিভি, ১১:০০

উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়া বাজার নাটোরে গত বৃহস্পতিবার পর্যন্ত কোন ট্যানারি মালিকদের দেখা মেলেনি। তবে ঈদের পর দ্বিতীয় হাট বসায় দেশের বিভিন্ন এলাকা থেকে মৌসুমি ব্যবসায়ীরা সীমিত পরিমাণে চামড়া নিয়ে আসছেন এখানে। বৃহস্পতিবার ট্যানারি মালিকদের সঙ্গে চামড়া নাটোরের চামড়া ব্যবসায়ীদের বৈঠক হলেও কোন সমঝোতায় পৌঁছাতে পারেনি। আগামী ২৫ আগস্ট এ নিয়ে পুনরায় বৈঠক হবার কথা রয়েছে।

বৃহস্পতিবার থেকে কুষ্টিয়ায় লবণযুক্ত চামড়া কিনতে শুরু করেছেন ঢাকার ট্যানারী ব্যবসায়ীরা। ইতিমধ্যেই ঢাকার দুটি ট্যানারি কোম্পানির ক্রয় প্রতিনিধি কয়েক হাজার চামড়া প্রাথমিক বাছাই করে রেখেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই নগদ টাকায় এসব চামড়া কেনা হবে বলে জানিয়েছেন তারা।

ঈদের আগে বকেয়া টাকা না পাওয়ায় ধার দেনা করে স্বল্প পরিমাণে চামড়া কিনলেও ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ টাঙ্গাইলের চামড়া ব্যবসায়ীদের। কোটি কোটি টাকা পাওনা থাকার পরে আবারও ট্যানারি মালিকরা বাকিতে চামড়া কেনার পাঁয়তারা করছেন বলে দাবি তাদের।
রাজশাহীতে এবার চামড়া ট্যানারি মালিকদের কাছে বাকিতে বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। বকেয়া পরিশোধের শর্তে সীমিত পরিসরে চামড়া বিক্রি শুরু করেছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়