শিরোনাম
◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি ◈ ৩ বাসে ভাঙচুর, ট্রাফিক বক্সে আগুন, গুলিবিদ্ধ ১ ◈ ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা: বিআরটিএ ◈ বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএফের ৩ সদস্য নিহত

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ১১:১৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠে ফিরলেন মোশাররফ, করলেন বোলিং

শিউলী আক্তার : গত আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্রেইন টিউমার ধরা পড়ে জাতীয় দলের খেলোয়াড় মোশাররফ রুবেলের। তারপর সিঙ্গাপুরে এর চিকিৎসাও করেন। চিকিৎসা সম্পূর্ণ শেষ না হলেও মাঠে ফিরেছেন তিনি। নিয়েছেন বল হাতেও এবং জালে বোলিংও করেছেন।

বিরতি দিয়ে কেমোথেরাপি চলছেই, এরই মাঝে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিসিবি একাডেমিতে অনুশীলন করেন রুবেল। জিমে সময় কাটানোর পাশাপাশি ধীরে ধীরে দৌড়াচ্ছেন, এমনকি বোলিংও করেছেন। দীর্ঘদিন পর ক্রিকেট মাঠের প্রিয় তারকাকে দেখতে পেয়ে সংশ্লিষ্ট সবাই ছিলেন খুশি।

মাঠে ফিরতে মরিয়া রুবেল নিজেও যেনো তৃপ্তি খুঁজে পেলেও মাঠের ছোঁয়া পেয়ে। জানিয়েছেন, অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ দিয়ে আবারো ক্রিকেটে ফিরতে চান পুরোদমে। খেলতে চান আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। তবে রোগ যাতে ফের মাথাচাড়া দিয়ে না ওঠে তা নিশ্চিত করার জন্য এরই মাঝে চালিয়ে যেতে হবে কেমোথেরাপি।

রুবেল বলেন, ‘হালকা জিম করেছি। আজকে বোলিং করবো। পাঁচ মাস পর শুরু করলাম। আবার মাঠে ফিরতে চাই। ডাক্তার আমার সবকিছু টেস্ট করেছেন, সবই আগের মতো আছে। এখন আস্তে আস্তে দৌড় শুরু করার জন্য বলা হয়েছে। অক্টোবর থেকে জাতীয় লিগে খেলতে পারবো কি না জিজ্ঞেস করেছিলাম, বলেছে পারবো।’

রুবেলের সুস্থতা এখন যতোটা না শারীরিক, তার চেয়েও বেশি মানসিক ব্যাপার। ‘যুদ্ধজয়ে’র পর আত্মপ্রত্যয়ী রুবেলের কাছে এই মানসিক শক্তি কঠিন কিছু নয়, তা প্রমাণ করেছেন বল হাতে নিয়েই। তিনি বলেন, ‘যে চিকিৎসা বা বড় অস্ত্রোপচার হলো এটার বাকি অংশ এখন পুরোপুরি মানসিক ব্যাপার। ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই। তবে একটা ম্যাচ খেললে বুঝতে পারবো। জাতীয় লিগের প্রথম ম্যাচ খেলে বুঝতে পারবো কতটুকু মাঠে দিতে পারছি। ভালোর প্রত্যাশায় রইলাম।’

সম্পাদনা : আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়