শিরোনাম
◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্র মন্ত্রী  ◈ ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের ◈ বর্জ্য ব্যবস্থাপনার সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী ◈ পাকিস্তানে বাস দুর্ঘটনায় একই পরিবারের ১৪ সদস্য নিহত ◈ ২১ মে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ১০:১৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবাহনী সম্পর্কে ধারণা না থাকলেও সমীহ করছে উত্তর কোরিয়ার ক্লাব

আক্তারুজ্জামান : বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি কাপের দ্বিতীয়পর্বে জায়গা করে নিয়েছে আবাহনী লিমিটেড। এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত টুর্নমেন্টের দ্বিতীয়পর্বে বাংলাদেশ সেরাদের প্রতিপক্ষ উত্তর কোরিয়ার এপ্রিল টুয়েন্টি ফাইভ। দুই লেগের প্রথম ম্যাচ আজ ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬.৪৫ মিনিটে।

প্রচন্ড শক্তিশালী দল এপ্রিল টুয়েন্টি ফাইভ। যে দলে রয়েছে উত্তর কোরিয়া জাতীয় দলের ৮ জন ফুটবলার। এবারের এএফসি কাপের গ্রুপপর্বে ক্লাবের পারফরমেন্স ছিলো দুর্দান্ত। ছয় ম্যাচে পাঁচ জয়ের বিপরীতে তারা ম্যাচ হেরেছে মাত্র একটি। ঘরোয়া লিগে এগারোবার চ্যাম্পিয়ন হওয়া কোরিয়ান ক্লাবটিতে নেই কোনো বিদেশি খেলোয়াড়। এবারের এএফসি কাপের গ্রুপপর্বে দুর্দান্ত ফুটবল খেলেছে বাংলাদেশ প্রতিনিধিরাও। ছয় ম্যাচে চার জয় ও একটি ড্রয়ের বিপরীতে একটি মাত্র ম্যাচ হেরে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন।

তবে আবাহনী তাদের অন্যতম সেরা তারকা মাসীহ সাইঘানিকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি এবারের বিদেশি রিক্রুটও তেমন একটা ভালো না। নতুন রিক্রুট ২১ বছর বয়সী মিডফিল্ডার লি দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ ‘কে’ লিগে খেলার অভিজ্ঞতা আছে। এই দুজনের সঙ্গে পুরোনো খেলোয়াড় হিসেবে আছেন নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা ও হাইতিয়ান ফরোয়ার্ড কেভিন বেলফোর্ট।

সবকিছু ঠিকঠাক মনে হলেও রক্ষণভাগ নিয়ে চিন্তিত ঢাকা আবাহনী। ইনজুরির কারণে নেই তপু বর্মন এবং আতিকুর রহমান ফাহাদ। মামুনুল ইসলামও আছেন শঙ্কায়। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে নতুন রিক্রুট এল নাসেরকে নামাতে পারবে না আবাহনী।

গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে দুই দলের কোচই কিছুটা ডিফেন্সিভ ছিলেন নিজের নিজের মতামত প্রকাশে। আবাহনী কোচ মারিও লেমোস জানান, ‘এই ম্যাচ আমাদের জন্যে কিছুটা কঠিন হবে কারণ প্রতিপক্ষ অনেক শক্তিশালী। তবে আমাদের সম্পর্কে তাদের পর্যাপ্ত ধারণা নেই তাই এই সুযোগটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। পাশাপাশি আমাদের খেলোয়াড়দের ও দায়িত্ব নিতে হবে নিজ নিজ পজিশনে।’

অন্যদিকে এপ্রিল টোয়েন্টি ফাইভ ক্লাবের কোচ জানান, ‘আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এসেছি তবে সত্যি বলতে ঢাকা আবাহনী সম্পর্কে পর্যাপ্ত ধারণা নাই। এছাড়া এখানে মাঝেমধ্যে বৃষ্টি হয় তাই এটা আমাদের কিছুটা সমস্যার তৈরি করবে। তাই আপাতত ড্র করতে পারলেই নিজেদের নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো।’

দুই দলের ফিরতি লেগ হবে উত্তর কোরিয়ায় এপ্রিল টুয়েন্টি ফাইভ ক্লাবের ঘরের মাঠে আগামী ২৮ আগস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়