শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৪:২৭ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বস্তির আগুন, স্কাই স্ক্র্যাপার আর ঝুলে থাকা বিজ্ঞাপন

কাকন রেজা : একজন বললেন, ‘বস্তিতে না আমাগো কপালে আগুন লাগছে। নইলে কি নিমতলী, চুড়িহাট্টা, রূপায়ন টাওয়ার, বস্তির পর বস্তি আগুনে পোড়ে! মাথাগোঁজার ঠাঁই আর মানুষ পুইড়া কয়লা হয়! ঝিলপাড় বস্তির মানুষগুলান অহন যাইবো কই’? কী জবাব দেবো এ কথার? ভাইয়ের মতন বন্ধুর শিশু সন্তান যখন হাসপাতালের শয্যায় শুয়ে কাতরায় ডেঙ্গুতে। শয্যার পাশে বাবা-মার শুকিয়ে যাওয়া মুখ। বাবা, দোয়া চান ছোট্ট বাপজানের জন্য। আরেক হাসপাতালে ছয় বছরের শিশুকন্যা যাকে সম্প্রতি খুবলে খেয়েছে পশুর দল, ফ্যাল ফ্যাল চোখে চেয়ে থাকে। শিয়রে আঁচলে কান্না চাপে মা। দুর্ঘটনায় পরিবারে সবাই মৃত, শুধু বেঁচে থাকা শিশুটা আইসিউতে কষ্টচাপা শ্বাস নেয়। তারজন্যে কান্নার কি কেউ আছে? জানি না। এমন বহু প্রশ্নবোধক জমে থাকে মস্তিষ্কের কোষে। এসবের আদৌ কি কোনো উত্তর আছে?

উত্তরের বদলে আসে বরং বিরক্ত ছবক। দেখেন না, ‘মেট্রোরেল, ফ্লাইওভার, পদ্মাসেতু, পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, হাতিরঝিল। ঢাকা তো এখন লসএঞ্জেলস। এখানে ডেঙ্গু নেই, দুর্ঘটনা নেই, ছিনতাইকারী নেই, দখলকার নেই, আঁততায়ী নেই। তবে কিছু লোক আছেন যারা গুজব ছড়ান। এছাড়া আর কোনো ঝামেলা নেই’। মাধ্যমগুলোও ভালো, তবে সামাজিকমাধ্যমের কথা আর বলবেন না। এখানে পন্ডিতের অভাব নেই। বুঝুক না বুঝুক কথা বলে ফেলে। এরা ‘জিডিপি’ বোঝে না, ‘প্রবৃদ্ধি’র ধারণা নেই, গন্ডমূর্খ সব। গড়ের অংকে তাদের মাথা গড়ের মাঠ। তারা বোঝে না, আমার পকেটে আছে এক লাখ, তার পকেটে আছে এক হাজার। মিলে হলো এক লাখ এক হাজার। গড়ে ধরে নিন প্রতিজনের আছে পঞ্চান্ন হাজার। ঈদের শপিং কি এতে চলে না, বলুন তো দেখি। গড়ের হিসাবটাতো বুঝতে তো হবে।
কাজীর কেতাবি গরুর হিসাবটা বুঝতে হবে না! ঝিলপাড় বস্তি নিয়ে পড়ে থাকলে চলবে! ওখানে এক সময় হাইরাইজ বিল্ডিং হবে। স্কাই স্ক্র্যাপার, আকাশ ছোঁবে। বস্তির বাঁশের বেড়া আর ফুঁটো টিন কি আকাশ ছুঁতে পারে। পারে না। গড়ের হিসাবে ওই যে ভবিষ্যতের স্কাই স্ক্র্যাপার, সেতো সবারই। সোজা গড় হিসাবে আমার পকেট ভরা থাকলেই হলো, তোমারটা না হয় হোক গড়ের মাঠ। ঝিলপাড়ের বিপন্ন মানুষের কান্নার সাথে একেবারেই যায় না রাস্তার মোড়ে মোড়ে বড় বড় বিলবোর্ড। মিলে না গড়ের হিসাব আর স্কাই স্ক্র্যাপারের স্থিরচিত্র। লোভের আগুনে পুড়ে যাওয়া ঝিলপাড়ের বস্তি আর মানুষের স্বপ্ন আকাশ ছোঁয় না। উল্টো টুঁটি চেপে ধেরে উন্নয়নের ধেঁয়ে আসা হাত। বলতে না পারার কষ্টে শুধু মানবিক মানুষের মনে জাগে শঙ্খ ঘোষের কবিতার লাইন-মুখের কথা একলা হয়ে/রইলো পড়ে গলির কোণে/ক্লান্ত আমার মুখোশ শুধু/ঝুলতে থাকে বিজ্ঞাপনে। লেখক : সাংবাদিক ও কলামিস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়