শিরোনাম
◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে ◈ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম: ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব, মিডিয়া নিয়ন্ত্রণের সমালোচনা ◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ 

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১২:৪৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনব্যাপী কর্মসূচি বিএনপির

শিমুল মাহমুদ : আগামী ১ সেপ্টেম্বর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন , সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ, র্যা লি, পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ এবং আলোচনা সভা। তবে আলোচনা সভার তারিখ ও স্থান পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

সোমবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় এসব কর্মসূচি নির্ধারিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় ডেঙ্গু আক্রান্ত মানুষদের আশু সুস্থতা কামনা ও মৃতদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন যে ভয়াবহ রুপ ধারণ করেছে, তাতে সভায় গভীর উদ্বেগ প্রকাশ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, সারাদেশে বিএনপির সকল ইউনিট সকাল ৬টায় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করবে। স্থানীয় সুবিধানুসারে জেলা ও মহানগরসহ বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলো কর্মসূচি গ্রহণ করবে। অনুরূপভাবে সারাদেশে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন ও হাবিব উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মাহবুবের রহমান শামিম, বিলকিস জাহান শিরিন, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ডা. সাখাওয়াত হাসান জীবন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, সেলিমুজ্জামান সেলিম, হারুন অর রশিদ হারুন, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুহম্মদ মুনির হোসেন, বেলাল আহমেদ, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু ও দপ্তর সম্পাদক এ বি এম আব্দুর রাজ্জাক, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, মৎস্যজীবী দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব, ওলামা দলের আহবায়ক শাহ মো. নেছারুল হক ও সদস্য সচিব আব্দুর রহিম, তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান এবং মহিলা দল নেত্রী রোকেয়া চৌধুরী বেবী।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়